Sunday, August 24, 2025

থানার সামনে আত্মহত্যার চেষ্টা ডাব বিক্রেতার, ত্রাতা হরিশ্চন্দ্রপুরের আইসি

Date:

মত্ত অবস্থায় থানার সামনেই গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক ডাব বিক্রেতা। মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুর থানার সামনে বুধবার দুপুরে এক যুবকের আর্ত চিৎকার শুনে থানা থেকে বেরিয়ে আসেন আইসি (IC)-সহ পুলিশকর্মীরা। দেখেন দাউদাউ করে জ্বলছেন একব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁর গায়ে কম্বল জড়িয়ে দেন আইসি নিজেই। ততক্ষণে ডাব বিক্রেতার শরীরর ৭৫ শতাংশ পুড়ে যায়। টোটো ডেকে ওই তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গেই মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার জেরে এদিন এলাকা জুড়েই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে খবর, ওই ডাব বিক্রেতার নাম শিবু চক্রবর্তী (Shibu Chakraborty)। দাম্পত্য কলহের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে সন্দেহ করছে পুলিশ। থানার উল্টোদিকে হাটখোলার পিছনেই বাড়ি শিবুর। থানার সামনে ভ্যানে ডাব বিক্রি করেন তিনি। পাশেই ছাতুর সরবত বিক্রি করেন তার স্ত্রী ফুলন সাহা চক্রবর্তী। বাড়িতে তো বটেই, বাজারেও স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত বলে অভিযোগ। এদিন আচমকাই শিবু থানার উল্টো দিকে দুর্গামণ্ডপের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে দেন। তারপর লাইটার দিয়ে আগুন ধরায়। ওই অবস্থাতেই গোটা হাটকোলায় আর্ত চিৎকার করে ছুটতে থাকেন তিনি। থানা থেকে বেরিয়ে হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয়কুমার দাস (Sanjay Kumar Das) তাঁর গায়ে কম্বল জড়িয়ে আগুন নেভান। সঞ্জয় দাস বলেন, এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। দাম্পত্য কলহের জেরেই ঘটনাটি ঘটেছে বলে অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- পরপর তিনবার ‘এ’ গ্রেড, নজিরবিহীন সাফল্য লেডি ব্রেবোর্ন কলেজের

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version