Monday, November 10, 2025

আর্থিক তছরুপ মামলায় এবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী(Sonia Gandhi) ও তাঁর পুত্র রাহুল গান্ধীকে(Rahul Gandhi) জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর(ED)। সরকারি সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলায়(National Herald) জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে গান্ধী পরিবারের এই দুই সদস্যকে। যদিও ২০১৫ সালেই এই মামলা বন্ধ করে দিয়েছে তদন্তকারী সংস্থা। এদিকে গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে তোপ দেগেছে কংগ্রেস।

জানা গিয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। এবং আগামী ৮ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সোনিয়া গান্ধীকে। যদিও রাহুল গান্ধী বর্তমানে দেশে না থাকায় আগামী ৫ জুন হাজিরার জন্য সময় চেয়েছেন রাহুল। তবে কংগ্রেসের দুই শীর্ষ নেতৃত্বকে ইডির তলবের ঘটনায় স্বাভাবিক ভাবেই জাতীয় রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

কংগ্রেসের দুই শীর্ষ নেতৃত্ব সোনিয়া ও রাহুলকে ইডির তলবের বিষয়টি প্রকাশ্যে আসার পরই বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়ে ওঠে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘১৯৪২ সালে ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের যাত্রা শুরু হয়েছিল। সেইসময় ব্রিটিশরা (সংবাদপত্রের) কণ্ঠস্বর দমানোর চেষ্টা করেছিল। এখন একই কাজ করছে মোদী সরকার। সেজন্য ইডিকে ব্যবহার করা হচ্ছে।’ এই ঘটনার প্রেক্ষিতে সাংবাদিক বৈঠকে সাংসদ অভিষেক মনু সিংভি বলেন, এই মামলায় কোনও রকম আর্থিক তছরুপের প্রমাণ পাওয়া যায়নি। শুধুমাত্র রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে এই পদক্ষেপ।




Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version