সঙ্গীতশিল্পী কে কে-এর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। তাঁর আকস্মিক প্রয়াণে বিনোদনজগতে বিষাদের ছায়া। মঙ্গলবার কে কে-এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে বিহ্বল হয়ে পড়েন ভক্ত- অনুরাগীরা। তাঁর অকালপ্রয়াণে শোকপ্রকাশ করেছেন শ্রেয়া-শান-সনু থেকে শুরু করে সঙ্গীতজগতের প্রায় সকলেই।

আরও পড়ুন:সঙ্গীতশিল্পী কে কে মৃত্যু: ময়নাতদন্ত এসএসকেএমে, তদন্তে নিউ মার্কেট থানা
সঙ্গীতশিল্পী কে কে-এর মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ট্যুইটে তিনি লেখেন, ‘আমি খবরটা মেনে নিতে পারছি না। এটা মেনে নেওয়া খুব কঠিন। আমার হৃদয় বিদীর্ণ।’

I am unable to wrap my head around this news. Numb. #KK Why! This is too hard to accept! Heart is shattered in pieces.
— Shreya Ghoshal (@shreyaghoshal) May 31, 2022
কে কে-র সঙ্গে নিজের একটি ছবি পোস্ট গায়ক শান লেখেন, ‘এটাই আমাদের শেষ বারের সফর। কী ভাবে চলে যেতে পারলে’?

কেকে-র আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ সোনু নিগম। ইনস্টাগ্রামে পোস্টে তাঁর সংক্ষিপ্ত বিবৃতি, ‘ভাই কেকে, এটা ঠিক হল না।’

গায়ক ও সঙ্গীত পরিচালক অন্নু মালিক স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের ঘটনা। এই খবরটা শুনে চোখের জল চোখেই শুকিয়ে গেছে। ওঁর এত কাজ, এত সুন্দর গান গেয়েছেন। ওঁর মতো এত ভাল একজন মানুষ আমি দেখিনি। সকলকে খুব ভালবাসতেন । ভীষণ সহজে যেকোনও গান গাইতেন। খুব পরিশ্রমী ছিলেন। আমাদের একসঙ্গে কাজ ‘মুঝে কুছ কহেনা হ্যায়’-এর টাইটেল ট্র্যাক এখনও মানুষের মুখে মুখে ঘোরে। আমরা একসঙ্গে এত কাজ করেছি কিন্তু কখনও কোনও অহঙ্কার দেখিনি। যখনই বলা হত যে “কী দারুণ গলা তোমার”, সবসময়েই বলতেন, “এ তো ওপরওয়ালার দয়া”।

টুইট করেছেন সঙ্গীত পরিচালক ও গায়ক বিশাল দাদলানি। তিনি লিখেছেন, ‘কেকে তোমাকে ছাড়া সব একই থাকবে না। কিছুই না। আমার হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছে। বিশুদ্ধ কণ্ঠস্বর, শালীন, সত্যিকারের সোনার হৃদয়ের মানুষটা চলে গেল!’

This cannot be real.@K_K_Pal , nothing will be the same without you. Nothing. My heart is in tatters.
The voice of purity itself, of kindness of decency, of a true heart of gold. Gone.
— VISHAL DADLANI (@VishalDadlani) May 31, 2022
The tears won't stop. What a guy he was. What a voice, what a heart, what a human being. #KK is FOREVER!!!
— VISHAL DADLANI (@VishalDadlani) May 31, 2022
গায়ক মোহিত চৌহান টুইটারে লেখেন, ‘কেকে… এটা ঠিক হল না ভাই। এটা তোমার চলে যাওয়ার সময় নয়’।

KK… not fair man. Not your time to go. This was the last time we were together to announce a tour together. How can you just go??? In shock. In grief. A ear dear friend, a brother is gone. RIP KK. Love you. pic.twitter.com/lCdwIRf3W6
— Mohit Chauhan (@_MohitChauhan) May 31, 2022