Saturday, August 23, 2025

কেকে-র মৃত্যু, নজরুল মঞ্চের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

Date:

এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক কেকে(KK)। মঙ্গলবার সন্ধ্যায় গুরুদাস কলেজের (Gurudas college)ও অনুষ্ঠানে পারফর্ম করার পর মধ্য কলকাতার হোটেলে ফিরে অসুস্থতা বোধ করেন শিল্পী। জানা গিয়েছে, তিনি বমি করেন। এরপর সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন। কপাল ও ঠোঁটে আঘাত পান কেকে। তড়িঘড়ি একবালপুরের CMRI হাসপাতালে শিল্পীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মাত্র ৫৩ বছর বয়সী কেকে-এর মৃত্যুর পর নজরুল মঞ্চের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। অনেকের অভিযোগ, আসনসংখ্যার থেকে কয়েক গুণ দর্শক ঢুকে পড়ে। অল্পবয়সীদের আধিক্য থাকায় প্রত্যেকের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা বেশি ছিল। খুব স্বাভাবিকভাবেই ওই ভিড়ের মধ্যেই বিশৃঙ্খলাও দেখা দেয়। জলের বোতল ছোড়াছুড়ি হয় বলেও অভিযোগ। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। দেখা দেখা যাচ্ছে একদল যুবক অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে গ্যাস ছড়াচ্ছে। ভিড় কমাতে নাকি অতি উৎসাহ থেকে তারা এই কাজ করেছে, তা এখনও জানা যায়নি।

নজরুল মঞ্চের এক কর্মীর কথায়, কেকে মঞ্চে ওঠেন সন্ধ্যা ৭টা নাগাদ। তারপর একের পর এক হিট গান উপহার দিচ্ছিলেন কলেজ পড়ুয়াদের। মাঝে মধ্যে ব্যাকস্টেজে গিয়ে ঘাম মুছে, জল খেয়ে ফের গান ধরছিলেন। ৮টা ৪০ নাগাদ অনুষ্ঠান শেষ হয়। প্রথম থেকেই খুব ভিড় হচ্ছিল। যেখানে আসনসংখ্যা ছিল ২৪৮২, সেখানে ভিড় হয়েছিল প্রায় ৮০০০। বাইরেও ভিড় ছিল। ৭টা দরজার ৫টাই খোলা ছিল। মঞ্চের দুদিকেও শিল্পীকে ঘিরে প্রচুর ভিড় ছিল। তবে এসি বন্ধ ছিল না বলেই দাবি নজরুল মঞ্চের ওই কর্মীর। কিন্তু অতিরিক্ত ভিড় আর গেটগুলি খোলা থাকায় কাজ করছিল না এসি।

সবমিলিয়ে কেকে-এর মৃত্যুর পর নজরুল মঞ্চে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হওয়ার অভিযোগ উঠেছে। এবার এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে একটি টিম বানিয়েছে বলে খবর KMDA, গোটা বিষয়টি খতিয়ে দেখবেন KMDA নিযুক্ত সদস্যরা।



Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version