Monday, August 25, 2025

গতকাল মঙ্গলবার রাতে কলকাতার নজরুল মঞ্চে( Nazrul Manch)  গুরুদাস কলেজের( Gurudas college) অনুষ্ঠান পারফর্ম করার পর মৃত্যু হয় প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে-র(KK)। নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করেন তিনি। এরপরই মধ্য কলকাতার হোটেলে ফিরে প্রথমে বমি করেন এবং তারপর সংজ্ঞাহীন হয়ে পড়েন শিল্পী। তিনি পড়ে যান। তাঁর কপাল ও ঠোঁট থেকে রক্ত ঝড়তে থাকে বলে সূত্রের খবর। তড়িঘড়ি একবালপুরের CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। কে কে-এর মৃত্যুর কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের (Lalbazar)গোয়েন্দা দফতরের আধিকারিকরা। নিউ মার্কেট থানায় (New Market police station) অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। কলকাতা পুলিশের ফরেন্সিক টিম হোটেলে গিয়ে নমুনা সংগ্রহ করে। সমস্ত সিসিটিভি ফুটেজ(CCTV footage) খতিয়ে দেখছে তদন্তকারীরা।

ইতিমধ্যেই কেকে-এর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে SSKM হাসপাতালে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান হার্ট আট্যাকে মৃত্যু হয়েছে জনপ্রিয় গায়কের। তবে অসুস্থতা নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তা জানতেই ময়নাতদন্ত। তাঁর মরদেহ SSKM থেকে গ্রিন করিডোর করে দমদম বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বিমানে মুম্বই।

প্রসঙ্গত, কেকে-এর মৃত্যুকে ঘিরে উঠে আসছে অনেক প্রশ্ন। সমস্ত বিষয় খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। অনুষ্ঠানের পর কেকে গ্র্যান্ড হোটেলের ৪২৮ নম্বর রুমেই ছিলেন তিনি। কলকাতা পুলিশের ফরেন্সিক টিমের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে গোটা রুম। চলছে নমুনা সংগ্রহ। হোটেলের ম্যানেজার ও অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেকে-এর ম্যানেজার হিতেশ ভাটের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা।



Related articles

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version