Sunday, May 4, 2025

শিরোনামে ধর্ষণ (Rape), স্থান হায়দরাবাদ (Hyderabad)। ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল বিধায়ক পুত্রের (MLA Son) বিরুদ্ধে। রিপোর্টে প্রকাশ, গত ১ জুন হায়দরাবাদের জুবিলি হিলস থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। গাড়িতে তুলে নাবালিকাকে (Minor Girl)নানা ভাবে হেনস্থা করা হয়। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানোর পরে গণধর্ষণের (Gang Rape)মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় বন্ধুর সঙ্গে নাবালিকা একটি পার্টিতে গিয়েছিলেন। ফেরার সময় কয়েকজন যুবক তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার অজুহাতে গাড়িতে উঠে আসতে বলে। এই দলে এক বিধায়ক পুত্র ছিলেন। তারপর কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে, এক এক করে নাবালিকাকে গণধর্ষণ (Gang Rape)করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এই কুকীর্তির পাণ্ডা বিধায়ক পুত্র। যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন নাবালিকা। প্রাথমিক ভাবে মেয়েটির গলায় আঘাতের চিহ্ন দেখে গোটা ঘটনা আন্দাজ করেন নাবালিকার পরিবার। এরপরই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। একইসঙ্গে সংখ্যালঘু দপ্তরের এক সচিবের পুত্রের দিকেও আঙুল উঠেছে। ঘটনাটি ঘটে গত শনিবার রাতে। তাই অন্ধকারে সিসিটিভি ফুটেজ থেকে বিশেষ কিছু উদ্ধার করা সম্ভব হয় নি বলেই পুলিশ সূত্রে খবর। বন্ধুর সঙ্গে একটি পার্টিতে গিয়েছিল ওই নাবালিকা (Minor Girl)। সেখানেই কয়েকজন যুবকের সঙ্গে আলাপ হয় ওই নাবালিকার। বাড়িতে ছেড়ে দেব, এই কথা বলে নাবালিকাকে গাড়িতে তোলে ওই যুবকরা। তারপর কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে এক এক করে নাবালিকাকে ধর্ষণ (Gang Rape)করে ওই যুবকরা। এই ঘটনার পরে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। প্রাথমিক ভাবে শারীরিক হেনস্থার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা প্রত্যেকেই নাবালক। এই ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছে তেলেঙ্গানা বিজেপি।



Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version