মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। কৃতী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



আরও পড়ুন:মাধ্যমিক পরীক্ষায় এগিয়ে জেলা, দেখে নিন প্রথম দশের তালিকা


শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পরই ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য ও মেধাতালিকায় স্থান পাওয়া সকল পড়ুয়াদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমাদের জেলার ছাত্র ও ছাত্রীরা অসাধারণ ফল করেছে। শহরের ছেলেমেয়েরাও আমাদের গর্বিত করেছে।





ছাত্র ছাত্রীদের পাশাপাশি এদিন তাঁদের অভিভাবক, শিক্ষক ও স্কুলগুলিকেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লেখেন, এবারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল তাড়াতাড়ি প্রকাশ হয়েছে। কইসঙ্গে ২০২৩-এর মাধ্যমিকের নির্ঘণ্টও প্রকাশ করা হয়েছে। এতে আগামী বছরে পরীক্ষার্থীদের সুবিধা হবে। যেসব পরীক্ষার্থী আশানুরূপ ফল করতে পারেনি, তাদের জন্য মমতা বলেছেন, ভবিষ্যতের জন্য প্রস্তুত হও।

Previous articleমাধ্যমিক পরীক্ষায় এগিয়ে জেলা, দেখে নিন প্রথম দশের তালিকা
Next articleফিজিক্সই ফেভারিট, কলকাতার প্রথম এবং রাজ্যে চুতর্থ স্থানাধিকারি শ্রুতর্ষির