ফিজিক্সই ফেভারিট, কলকাতার প্রথম এবং রাজ্যে চুতর্থ স্থানাধিকারি শ্রুতর্ষির

প্রথম থেকেই পড়তে ভালোবাসে। শুধু পাঠ্যবই নয়। গল্পের বইও সমানভাবে পড়ে মাধ্যমিক পরীক্ষায় কলকাতায় প্রথম এবং রাজ্যের চতুর্থ স্থানাধিকারি শ্রুতর্ষি ত্রিপাঠী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯০।



আরও পড়ুন:মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর


কলকাতার পাঠভবনের ছাত্র শ্রুতর্ষি। তাঁর বাবা ফিজিক্সের অধ্যাপক। শ্রুতর্ষিরও পছন্দের বিষয় ফিজিক্স৷ বড় হয়ে NASA-তে রিসার্চ করতে চায় শ্রুতর্ষি। পড়াশুনোর পাশাপাশি খুব ভাল কুইজ, ডিবেটও করে । তবে ভবিষ্যতে সে যে ফিজিক্স নিয়ে এগোতে চায়, সেটা এক প্রকার নিশ্চিত শ্রুতর্ষি।




তাঁর এই রেজাল্টে খুশি তাঁর পরিবার থেকে শুরু করে স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। স্কুলের প্রধান শিক্ষিকা শুভা গুপ্ত জানিয়েছেন যে, আমাদের স্কুলে ছোট থেকেই পড়ছে শ্রুতর্ষি৷ মেধাবী ছাত্র৷ ওর থেকে প্রত্যাশা ছিলই৷ ভেবেছিলাম ভাল ফল করবে৷ তাই হয়েছে৷

Previous articleমাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর
Next articleআর্থিক অনটনের মধ্যেও পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম দেবশিখা