প্রতিটি মসজিদে শিবলিঙ্গ খোঁজার কী প্রয়োজন! প্রশ্ন তুললেন মোহন ভাগবত

কাশীর জ্ঞানবাপী মসজিদ বিতর্কে এবার মুখ খুললেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। নাগপুরের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত প্রশ্ন করেছেন, প্রতিটি মসজিদে শিবলিঙ্গ খোঁজার কী প্রয়োজন! মন্দির-মসজিদ  নিয়ে অযথা বিতর্কে  না গিয়ে পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতে সমাধান খোঁজা উচিত। কোনো কোনো ধর্মীয় স্থানের প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা ভক্তি থাকতেই পারে। কিন্তু তাই বলে প্রতিটি মসজিদেই শিবলিঙ্গ খোঁজার কোনো প্রয়োজন নেই।

জ্ঞানবাপীর পরে কুতুব মিনার, তাজমহল সহ একাধিক মসজিদ এবং মুসলিম সৌধ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উগ্র হিন্দুত্ববাদীরা এই সব প্রশ্নের উত্তর জানতে অত্যন্ত আগ্রহী। এ  প্রসঙ্গে সঙ্ঘপ্রধান ভাগবত বলেছেন, ইতিহাস কখনো পাল্টানো যায় না। আজকের কোনও হিন্দু বা মুসলিম এটা তৈরি করেননি। অতীতে হয়েছিল। বহিরাগত আক্রমণকারীদের মাধ্যমে ইসলাম এ দেশে এসেছিল। সে সময় দেশের স্বাধীনতাকামীদের মনোবল নষ্ট করতে দেবস্থান ভাঙা হয়েছিল। সকলকে আদালতের সিদ্ধান্ত মেনে চলতে বলেছেন তিনি। শুধু তাই নয়, ভাগবত এদিন আরো বলেছেন, ‘মুসলিমরা আসলে আমাদেরই মুনি-ঋষি ও ক্ষত্রিয়দের বংশধর। ওঁরা হয়তো অন্য ধরনের উপাসনা করেন।’

এদিকে মোহন ভাগবতের এই বক্তব্যকে পূর্ণ সমর্থন এবং অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর।   নিজের টুইটার হ্যান্ডেলে শশী লিখেছেন, ‘এটি গঠনমূলক মন্তব্য। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত পারস্পরিক হানাহানি থেকে বিরত থাকা উচিত’।