Thursday, November 6, 2025

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে নির্ধারিত সময়ের আগেই ভিজতে চলেছে বঙ্গ (Bengal)। সেইমতই বৃষ্টি এল। আজই উত্তরবঙ্গের (North Bengal) ৫ জেলায় বর্ষা প্রবেশ করল বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (Alipur Weather Department)।

গরমের দাবদাহ থেকে রেহাই মিলছে না কিছুতেই। তবু গত কয়েকদিনের মেঘলা আকাশ আশা জাগিয়েছিল। সেইমতোই বৃষ্টি এল আর অফিসিয়ালি বর্ষার আসার বিষয়ে নিশ্চিত করল আলিপুর আবহাওয়া দফতর। কেরলে (Kerala) বর্ষা প্রবেশের দিন কয়েকের মধ্যেই বঙ্গে বর্ষার আগমন হয়। তবে এই বছর বৃষ্টির মরসুম কিছুটা এগিয়ে আসবে এই পূর্বাভাস আগেই ছিল। আজ অর্থাৎ ৩ জুন এই বছরের বর্ষার আগমন ঘটল। তবে উত্তরবঙ্গে বৃষ্টি এলেও, দক্ষিণবঙ্গে গুমোট আবহাওয়া সঙ্গে আছে আর্দ্রতাজনিত অস্বস্তি। সব মিলিয়ে নাজেহাল বঙ্গবাসী। এবার বর্ষা কবে দক্ষিণবঙ্গে আসবে, তারই প্রতীক্ষা। আবহাওয়া দফতর(Weather Department) অবশ্য জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সাময়িক স্বস্তি মিললেও পুরোপুরি বর্ষা না আসা পর্যন্ত রেহাই নেই। দক্ষিণে বর্ষার প্রবেশের ক্ষেত্রে কিছু অনুঘটকের প্রয়োজন আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে অক্ষরেখা, ঘূর্ণাবর্ত নিজের গতিপথে সমান্তরালভাবে এগোতে পারলে বর্ষা দক্ষিণবঙ্গে তাড়াতাড়ি আসবে বলে জানা গেছে। তবে আগামী সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে(South Bengal) বর্ষা অফিসিয়ালি প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে।



Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version