অনুব্রতর মেয়ের কললিস্টে নজর সিবিআই-এর, জেরা ২ বিধায়ককে

ভোট পরবর্তী হিংসা(Post Poll Violation) মামলায় তদন্তের গতি বাড়াল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা সিবিআই(CBI)। শুক্রবার অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondal) জেরার পর এবার দুই তৃণমূল বিধায়ককে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, এই দুই বিধায়ক অনুব্রত ঘনিষ্ঠ। শনিবার সকালে দুর্গাপুরের এনআইটি গেস্ট হাউজে সিবিআইয়ের অস্থায়ী দপ্তরে হাজিরা দেন তাঁরা। পাশাপাশি, সিবিআইয়ের নজর রয়েছে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ের কললিস্টের দিকেও।

জানা গিয়েছে, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিত সিনহাকে গত শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছিল সিবিআই। পাশাপাশি ডাকা হয় কেতুগ্রামের বিধায়ক শাহানওয়াজ হোসেনকে। এই দুই বিধায়ক শনিবার সকাল ১০ টায় দূর্গাপুরের এনআইটি গেস্ট হাউজে সিবিআইয়ের অস্থায়ী দপ্তরে যান। প্রায় দেড় ঘন্টা দুজনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। পাশাপাশি সূত্রের খবর, অনুব্রতর মেয়ের মোবাইল নম্বর চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের অনুমান, অনুব্রতর একাধিক বার্তা গিয়েছিল অন্য একটি মোবাইল নম্বর থেকে। তাঁর নম্বর থেকে কিছু নম্বরে ফোন করে সিবিআই। তদন্তকারীদের অনুমান, তিনি এইসব লোকের সঙ্গে অন্য ফোনে যোগাযোগ রাখতেন। এবং সেই ফোন অত্যন্ত ঘনিষ্ঠ জনের। সেক্ষেত্রে মেয়ের ফোনের দিকে সন্দেহের তির বলে সূত্রের দাবি।




Previous articleমর্মান্তিক!মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে খুনের অভিযোগ কাকিমার বিরুদ্ধে
Next articleমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, FIR দায়ের রোদ্দুর রায়ের নামে