Friday, December 19, 2025

Google: কোয়ান্টামের আবিষ্কর্তাকে শ্রদ্ধা, গুগল-ডুডলে আজ সত্যেন্দ্রনাথ বসু

Date:

Share post:

সকাল থেকেই গুগল(Google) সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছে গুগলের তৈরি ডুডল(Doodle)। আর সেখানেই আছেন পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু (Satyendra Nath Bose),কোয়ান্টাম মেকানিক্সে (Quantum Mechanics) ভারতীয় পদার্থবিদ এবং গণিতজ্ঞ সত্যেন্দ্রনাথ বসুর ( (Satyendra Nath Bose)অপরিসীম অবদানের জন্য দিনটি স্মরণ করে সম্মান জানাচ্ছে গুগল-ডুডল (Google- Doodle)। বোস-আইনস্টাইন(Bose- Einstein) কনডেনসেটে তাঁর অবদান একটি ডুডলের মাধ্যমে উদযাপন করা হয়েছে।

বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু শুধু বাংলার নয় দেশের নাম উজ্জ্বল করেছেন পদার্থবিদ্যায় তাঁর অসামান্য কীর্তির মাধ্যমে। ১৯২৪ সালের এই দিনেই তিনি তাঁর কোয়ান্টাম ফর্মুলেশন পাঠান অ্যালবার্ট আইনস্টাইনের (Albert Einstein) কাছে। তারপর তৈরি হয় ইতিহাস। বাঙালি বিজ্ঞানীর থেকে পাওয়া কোয়ান্টাম তত্ত্বকে (Quantum Mechanics)) পদার্থবিজ্ঞানের একটি উল্লেখযোগ্য আবিষ্কার হিসাবে স্বীকৃতি দেন অ্যালবার্ট আইনস্টাইন। গুগল ভোলে নি এই দিনটিকে, তাই ডুডলের মাধ্যমে বিশেষ সম্মান জ্ঞ্যাপন। আইনস্টাইন এই আবিষ্কারের তাৎপর্য উপলব্ধি করেছিলেন। তাই এই সূত্রকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করার সিদ্ধান্ত নেন। সত্যেন্দ্রনাথ বসুর কোয়ান্টাম ফর্মুলেশন পরবর্তীতে কোয়ান্টাম তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে এটি বোস-আইনস্টাইন পরিসংখ্যান হিসাবে পরিচিত। ‘বোস পরিসংখ্যান’ -কে মেনে চলতে গেলে যে শ্রেণির আশ্রয় নিতে হয় তা ‘বোসন’ কণা নামে পরিচিত।

ছোট থেকেই ” জিনিয়াস” সত্যেন্দ্রনাথ বসু মাত্র ১৫ বছর বয়সেই প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞানের স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট-সহ বহু নামজাদা বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।



spot_img

Related articles

আমেরিকার আকাশে বিমান দুর্ঘটনা,উত্তর ক্যারোলিনায় প্রাইভেট জেট ভেঙে মৃত অন্তত ৭

মার্কিন আকাশ পথে ভয়াবহ দুর্ঘটনা (US plane crash)। উত্তর ক্যারোলিনায় (North Carolina) ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। উড়ানের...

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...