Sunday, August 24, 2025

প্রকাশ্যে এল কলকাতার হাসপাতালে করা সঙ্গীতশিল্পী কেকে-এর (KK)পূর্ণাঙ্গ ময়নাতদন্তের (full autopsy report) রিপোর্ট। শেষপর্যন্ত দুদিন পর সামনে এল কেকের পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্ট’। যেখানে উল্লেখ রয়েছে হার্টের সমস্যার মতো একাধিক চাঞ্চল্যকর তথ্য।


প্রাথমিক ভাবে চিকিৎসকরা জানিয়েছিলেন হৃদরোগে (heart attack) আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পীর। কিন্তু এসএসকেএম হাসপাতালে ( sskm hospital) গত বুধবার তিনজন চিকিৎসক ময়নাতদন্ত করেছেন সঙ্গীত শিল্পী কেকে-র। পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে যে শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন করতে পারেনি হৃদযন্ত্র।এর ফলে, ফুসফুস প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছে দিতে পারেনি শরীরের প্রতিটি জায়গায়। ‘মায়ো কার্ডিয়াল ইন্টারপশন’এর কথা প্রথমেই জানিয়েছিলেন চিকিৎসকরা, আর সেই আশঙ্কাই সত্যি হয়েছে। কিন্তু কেন হার্টের রক্ত পাম্প করল না ? চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট আর্টারির গায়ে জমে ছিল হলদে ও সাদা রঙের মেদ। আর সেই জন্য হার্ট ব্লকেজ হয়েছিল গায়কের। একধিক জায়গায় মিলেছে এই ব্লকগুলি। আর এর ফলেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।তবে কেকে-র মৃত্যুর পর নজরুল মঞ্চ (Nazrul Mancha) ও অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে যাঁরা ছিলেন তাঁদের গাফিলতির অভিযোগে এখনও তোলপাড় হচ্ছে স্যোশাল মিডিয়ায়।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে-র(KK) শেষ পরিনতি কেউই এখনও ঠিকমত মেনে নিতে পারছেন না। মুম্বইতে গায়কের শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছে পরিবারের উপস্থিতিতে। আচমকাই চিরকালের জন্য সুরলোকে চলে গিয়েছেন এই প্রজন্মের অন্যতম প্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ।অনুষ্ঠান চলাকালীনই কিছুটা অসুস্থ বোধ করছিলেন কেকে। একসময় বন্ধ করতে বলেন স্পট লাইট, এমনকি ২০ মিনিট বন্ধও রেখেছিলেন গান। ঘাম মুছছিলেন ও জল খাচ্ছিলেন বারবার। হোটেলের লবি দিয়ে হেঁটে লিফটে উঠেই মাথা রেখে দেন লিফটের হাতলে। রুমে ঢুকে সোফায় বসতে গিয়েই পড়ে যান। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version