Wednesday, May 7, 2025

তরুণীর সঙ্গে প্রেম, স্ত্রীর কাছে ধরা পড়ে রাজনীতি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

২৪ বছর বয়সী তরুণীর সঙ্গে প্রেম কংগ্রেসের (Congress) বর্ষীয়ান নেতা ভরত সিং সোলাঙ্কির(Bharat sing Solanki)। স্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়ে সাময়িকভাবে রাজনীতি থেকে অবসর নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী(Central Minister)। প্রেমিকার সঙ্গে সময় কাটাতে গিয়ে স্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়ার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। বিসয়টি প্রকাশ্যে আসতেই সোলাঙ্কি জানিয়েছেন, আর আগামী কয়েক মাস আর রাজনীতি করবেন না তিনি। আপাতত সমাজসেবা করবেন।

গত ১ জুন সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে ওঠে। যে ভিডিও শেয়ার করেছিলেন সোলাঙ্কির স্ত্রী রেশমা প্যাটেল(Reshma Patel)। ভিডিওতে দেখা যাচ্ছে রেশমা একটি বাড়ির ভেতর ঢুকছেন। বাড়ির ভেতর দেখা যায় সোলাঙ্কি একটি মেয়ের সঙ্গে রয়েছেন। এই ছবি দেখে রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন রেশমা। মেয়েটির চুলের মুঠি ধরে শুরু করেন মারধোর। হাত দিয়ে মুখ ঢেকে রাখা ওই তরুণীর ছবি তুলতে দেখা যায় আর একজনকে। সমানতালে চলতে থাকে মারধোর। নেটমাধ্যমে এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে ওঠে।

 

এই ঘটনা প্রসঙ্গে ৬৮ বছর বয়সী প্রাক্তন ওই কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, তাঁর সঙ্গে রেশমার ডিভোর্সের মামলা চলছে। ডিভোর্স পেয়ে গেলেই ওই তরুণীকে বিয়ে করবেন তিনি। এদিকে নিজের স্ত্রীর প্রসঙ্গে সোলাঙ্কির বক্তব্য, ১৯৯৯ সালে আমাদের বিয়ে হয়। একসঙ্গে বহু বছর ছিলাম আমরা। আমি ওর থেকে ডিভোর্স চেয়েছি কারণ, ও আমার ক্ষতি করে আমার সম্পত্তি হাতাতে চেয়েছিল। সুপারি কিলার দিয়ে আমায় খুন করতে চেয়েছিল। উল্লেখ্য, যদি ২৪ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে ভরত সিং সোলাঙ্কির বিয়ে হয় সেক্ষেত্রে এটা হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর তৃতীয় বিয়ে। আগামী ১৫ জুন ওই মামলার শুনানি।




Related articles

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...

২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের 'অপারেশন সিন্দুর'। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) এয়ার স্ট্রাইকের সেই বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে...

বিগত দশ বছরের মধ্যে এবারের রেজাল্ট সবচেয়ে ভালো, জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 

বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। পরীক্ষা শেষ হওয়ার পঞ্চাশ দিনের মাথায়...
Exit mobile version