Tuesday, May 6, 2025

কেকে- এর মৃত্যুর পর থেকেই আলোচনার শিরোনামে উঠে এসেছে মহানগরী (Kolkata)। বলিউড থেকে বারবার কলকাতাকে বয়কট করার দাবি উঠছে বলে আলোচনা সব মহলে। এর সঙ্গে আছে জাতীয় পুরস্কার প্রাপ্ত (National Award Winner)গায়কের মন্তব্য ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্ক । সব মিলিয়ে কলকাতার সাংস্কৃতিক মহলে মন খারাপের মরশুম তৈরি হয়েছে। বলিউড (Bollywood)শিল্পীদের কলকাতায় অনুষ্ঠান করা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেখানেই এবার মিলল সুখবর। কলকাতায় আসছেন সোনু নিগম (Sonu Nigam),কনসার্ট করবেন আগামী মাসেই।

কলকাতা সংস্কৃতির শহর এই কথা স্বীকার করেন তিলোত্তমার নিন্দুকেরাও। কিন্তু কেকে-এর (KK) মৃত্যুতে সব সমীকরণ ওলটপালট হয়ে গেছে। আয়োজকরা বলছেন, সংগীতানুষ্ঠানের নিরাপত্তা, শ্রোতার মান, সমগ্র ব্যবস্থাপনা বিচার করলে অন্যান্য শহরের তুলনায় এগিয়ে কলকাতা। জাঁকজমক আয়োজন আর ব্যবস্থাপনায় নির্দ্বিধায় ১০০ শতাংশ নম্বর দেওয়া যায় শহরকে। কিশোরকুমার(Kishore Kumar)থেকে মহম্মদ রফি (Md. Rafi), লতা মঙ্গেশকর (Lata Mangeshkar),শ্রেয়া ঘোষাল (Shreya Ghosal),অরিজিৎ সিং (Arijit Sing) প্রত্যেকেই প্রতি বছর কলকাতায় মাতিয়ে অনুষ্ঠান করেন। ঘনঘন এ রাজ্যে আসতে চান। শ্রোতার ভালবাসার পাশাপাশি এই শহরের প্রতি টান তৈরি হয়েছে সবার। শিল্পীরাও চান সংস্কৃতির রাজধানীতে পা রাখতে। তাই কলকাতাকে কালিমা লিপ্ত করার যে চেষ্টা চলছে এক অনভিপ্রেত ঘটনাকে শিখণ্ডী করে, তা মেনে নিচ্ছেন না অনেকেই। স্যোশাল মিডিয়ায় জবাব দিচ্ছেন অনেকে। নিন্দুকের মুখ বন্ধ করে এবার কলকাতা আসার ঘোষণা সোনু নিগমের। কেকে’র (Singer KK) ঘটনা দুর্ভাগ্যজনক, আকস্মিক এবং একান্ত বিক্ষিপ্ত। এর ভিত্তিতে কোনও সার্বিক ধারণা তৈরি করা চূড়ান্ত অনুচিত। এবার তাই প্রমাণ করতে চলেছেন তোচন ঘোষ (Tochan Ghosh)। সংগঠক হিসাবে তাঁর ভূমিকা নিয়ে তারিফ করেন শিল্পীরাও। সূত্রের খবর, আগামী জুলাইতেই সোনু নিগম (Sonu Nigam) আসছেন শহরে। প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে তোচন ঘোষের সঙ্গে। আয়োজকের কথায়, কেকে’র মৃত্যুর পর কলকাতা নিরাপদ নয় বলে যাঁরা রটাচ্ছেন, তাঁদের ধারণাকে ভুল তা প্রমাণ করতে এগিয়ে আসছেন সোনু নিগম। এবার শহরের বুকে সোনুর অসংখ্য ‘ দিওয়ানা’রা মুখিয়ে আছেন এই শো-এর জন্য।



Related articles

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...
Exit mobile version