Monday, August 25, 2025

১২ ঘণ্টা পরও চট্টোগ্রামের কন্টেনার ডিপোতে জ্বলছে আগুন, মৃত ১৯, আহত শতাধিক

Date:

বাংলাদেশের কন্টেনার ডিপোতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে চট্টগ্রাম সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপো।  ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত শতাধিক। আহতদের মধ্যে ডিপোর কর্মী ছাড়াও রয়েছেন পুলিশ এবং দমকলের কর্মীরাও। আহতরা সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।


আরও পড়ুন:আজ বিশ্ব পরিবেশ দিবস, এর গুরুত্ব কী জানেন?


শনিবার রাত ১১টায় চট্টগ্রাম সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে আগুন লাগে৷ জানা গিয়েছে, ওই ডিপোতে হাইড্রোজেন পারক্সাইড নামে বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক ছিল৷ ফলে একের পর এক বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়াতে থাকে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ। কিন্তু আগুনে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁরাও অসুস্থ হয়ে পড়েন।


স্থানীয়দের বাসিন্দারা জানিয়েছেন, গতকাল রাত ১১টার সময় কন্টেনারে আগুন লাগে৷ তারপর একের পর এক বিস্ফোরণে এলাকা কাঁপতে থাকে৷ বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই যে আশেপাশের জানলার কাচ ভেঙে যায়৷ চার কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণ টের পাওয়া গিয়েছে৷তবে ঘটনার ১১ ঘণ্টা কেটে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।


দুর্ঘটনার সময় কয়েকশো শ্রমিক সেখানে কাজ করছিলেন৷ ফলে শতাধিক শ্রমিক অগ্নিদগ্ধ হন৷ এত বিপুল সংখ্যক অগ্নিদগ্ধদের চিকিৎসায় রবিবার চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করেছে হাসিনা সরকার৷ বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও আহতদের চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে সব হাসপাতালে আহতদের ভিড় উপচে পড়েছে৷

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version