Monday, August 25, 2025

স্বামী কেটে দিয়েছে ডান হাত! বাঁ হাতে কলম ধরে ঘুরে দাঁড়ানোর লড়াই রেণুর

Date:

নার্সিংয়ের চাকরি পেয়েছিলেন রেণু খাতুন। কিন্তু স্ত্রীর চাকরি পাওয়াতে খুশি হননি স্বামী। স্ত্রী’কে রুখতে তাঁর ডান হাতের কব্জি কেটে দেয় রেণুর ‘গুণধর’ স্বামী। কিন্তু হাত কাটলেও কাড়া যায়নি রেণুর অদম্য প্রাণশক্তি। অদম্য ইচ্ছাশক্তিতে ভর করেই জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে দিয়েছেন তিনি। ডান হাতের বদলে বাঁ হাতেই পেন তুলে নিলেন তিনি। কব্জি হারিয়েও দমবার পাত্রী নন, তা হাসপাতালের বেডে শুয়েই বুঝিয়ে দিলেন রেণু খাতুন।

জিততেই হবে! জিততেই হবে রেণুকে। রেণু এখন নিজেকেও এই কথা বলে চলেছেন অনর্গল। জিততেই হবে! সুস্থ হয়ে নার্সের চাকরি করতেই হবে তাঁকে। সদ্য নার্সের চাকরি পেয়েছিলেন। কিন্তু স্ত্রী নার্সিংয়ের সরকারি চাকরি পেয়ে ছেড়ে চলে যাবে, এই আতঙ্কে স্ত্রী’র হাতের কব্জি কেটে নিয়েছিল স্বামী। চেয়েছিলেন স্ত্রীকে পিছিয়ে দিতে। কিন্তু এরপরেও দমিয়ে রাখা যায়নি রেণুকে। হাসপাতালের বেডে শুয়েই শুরু করে দিলেন বাঁ হাতে লেখার অনুশীলন। শুরু করলেন জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই।

ডান হাতের কব্জি হারিয়েও রেণু চান সেবিকা হিসেবে মানুষের সেবা করতে। হাসপাতালের বেডে শুয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়ে তিনি বলেন, “আমার স্বামী এবং তার দুই বন্ধু যেখানেই পালিয়ে যাক, তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক। আমি চাই এই বিষয়টিতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই”। এই ঘটনায় ইতিমধ্যে রেণুর শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও মূল অভিযুক্ত রেণুর স্বামী শরিফুল শেখ অধরাই। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন- bhabanipur murder case: দম্পতির খুনিকে তদন্ত করে খুঁজে বের করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

 

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...
Exit mobile version