Sunday, November 9, 2025

ফের হজরত মহম্মদকে নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেফতার বিজেপির যুব নেতা

Date:

ইসলাম ধর্মগুরুকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার(Nupur Sharma) টুইটকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা বিশ্ব। এরই মাঝে এবার হজরত মহম্মদকে নিয়ে আপত্তিকর টুইটের অভিযোগ উঠল কানপুরের বিজেপি নেতা হর্ষিত শ্রীবাস্তবের(Harshit Srivastava) বিরুদ্ধে। যদিও এবার এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিল পুলিশ। টুইটি মুছে দেওয়ার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে বিজেপির(BJP) যুব শাখা ও স্টুডেন্ট কাউন্সিলের সদস্য হর্ষিত শ্রীবাস্তবকে।

এ প্রসঙ্গে কানপুরের পুলিশ প্রধান বিজয় মীনা সংবাদমাধ্যমকে জানান, “উনি যে টুইটটি করেছেন তা ধর্মীয় উস্কানিমূলক ও আপত্তিকর। ইতিমধ্যেই এই ঘটনায় পদক্ষেপ নিয়েছে প্রশাসন মামলা রুজু করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।” পাশাপাশি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে ওই পুলিশ কর্তা জানান, “কেউ যদি সাম্প্রদায়িক উসকানি দেয় কিংবা সামাজিক ঐক্যকে বিব্রত করে, তাহলে তার বিরুদ্ধে নিরপেক্ষ ও কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

উল্লেখ্য ইসলাম ধর্ম গুরু হজরত মহম্মদের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন নূপুর শর্মা। এই ঘটনায় রীতিমতো চাপের মুখে পড়ে তাঁকে সাসপেন্ড করেছে বিজেপি। গোটা ঘটনায় ক্ষোভের আগুন জ্বলে উঠেছে আরব দুনিয়ায়। বিশ্বের প্রায় সমস্ত মুসলিম দেশ বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে। বিশ্ব জুড়ে চলছে ভারতীয় পণ্য বয়কট। এমনকি ভারতের চার শহরে আত্মঘাতী হামলার হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি সংগঠন আল-কায়েদা। এহেন পরিস্থিতির মাঝেই এবার মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন আর এক বিজেপি নেতা।


Related articles

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...
Exit mobile version