Monday, November 10, 2025

ভবানীপুর জোড়া খুনে পরিচিতরা জড়িত বলে অনুমান, দ্রুত ধরা পড়বে আততায়ীরা: ঘটনাস্থলে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

দুপুরে উত্তরবঙ্গ, বিকেলে নিউটাউনের অনুষ্ঠান সেরে বুধবার ভবানীপুরে জোড়া খুনকাণ্ডে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগেই সেখানে পৌঁছে যান কলকাতার পুলিশ (Police) কমিশনার বিনীত গোয়েল (Vinit Goyel)। মমতা বলেন, ভবানীপুরের জোড়া খুনের ঘটনায় পরিচিতদের হাত রয়েছে বলে অনুমান। তবে, দ্রুত আততায়ীরা ধরা পড়বে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firad Hakim), মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biwas)-সহ অনেকে।

নিহত শাহ দম্পতির মেয়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘ভবানীপুর শান্ত ছিল শান্তই থাকবে। বাইরে থেকে কেউ এসে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এখানে এই ধরনের ঘটনা বরদাস্ত করব না। পুলিশ ঘটনার তদন্তে অনেকখানিই এগিয়েছে। খুব শীঘ্রই আততায়ী ধরা পড়বে।’’

শাহ দম্পতির ছোট মেয়ে থাকতেন তাঁদের সঙ্গেই। এখন একা হয়ে যাওয়ায় এক দিদির সঙ্গে থাকবেন বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, অনেক তথ্যই সামনে এসেছে। কিন্তু তদন্তের স্বার্থে এখনই বেশি কিছু জানানো যাচ্ছে না।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত চলছে। পরিচিতরাই এই কাণ্ডের পিছনে আছে বলে অনুমান। দোষীরা খুব দ্রুত গ্রেফতার হবে বলে জানান পুলিশ কমিশনার।


 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version