Saturday, January 31, 2026

আপনারা কেউ মাস্ক পরেননি, এটাই মোদির ভারত: রাজ্য নেতৃত্বের আজব প্রশংসায় নাড্ডা

Date:

Share post:

বিমান, ট্রেন থেকে মেট্রো সমস্ত ক্ষেত্রে করোনার(COVID) বিরুদ্ধে লড়াইয়ে মাস্ককে গুরুত্ব দেওয়ার কথা বলে চলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। অথচ রাজ্য সফরে এসে বিজেপি সভাপতি জেপি নাড্ডা(JP Nadda) তাঁর সভায় আসা রাজ্য নেতৃত্বের মাস্ক না পরার বিষয়টিকে রীতিমতো বাহবা দিলেন। জানালেন, “এই যে আপনারা মাস্ক পরেননি এটাই মোদিজীর ভারত। মোদিজী করোনাকে আটকে দিয়েছে ভারতে। অথচ বিশ্বে দেখুন মার্কিন রাষ্ট্রপতি বাইডেন এখনো মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন।” দেশে যখন ধীরে ধীরে ফের করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে ঠিক সেইসময় মাস্ক না পরার বিষয়টিকে নাড্ডার প্রশংসা স্বাভাবিকভাবেই বিতর্ক বাড়িয়ে তুলেছে।

এদিন ন্যাশনাল লাইব্রেরির এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানেই তিনি বলেন, পৃথিবীতে যে কোন ভ্যাকসিন আবিষ্কার হতে দীর্ঘ বছর সময় তবে মোদিজি নেতৃত্বে এক বছরের মধ্যেই দেশবাসী ভ্যাকসিন পেয়ে গিয়েছেন। আর এটাই প্রমাণ করে দেশ এগোচ্ছে। এরপরই সভায় মাস্ক না পড়ে উপস্থিত হওয়া রাজ্য বিজেপি নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, “এই যে আপনারা মাস্ক পরেননি এটাই মোদিজীর ভারত। মোদিজী করোনাকে আটকে দিয়েছে ভারতে। অথচ বিশ্বে দেখুন মার্কিন রাষ্ট্রপতি বাইডেন এখনো মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছেন।” দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝে নাড্ডার এহেন মন্তব্য স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি করেছে। কারণ একদিকে নাড্ডা যখন মাস্ক না পরার প্রশংসা করছেন অন্যদিকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফের ঘোষণা করা হয়েছে মাস্ক না পড়লে যাত্রীদের বিমানে উঠতে দেওয়া হবে না।

পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে তৃণমূল সহ দেশের আঞ্চলিক দলগুলির বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় নাড্ডাকে। তিনি বলেন, জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু পর্যন্ত যতগুলো আঞ্চলিক দল রয়েছে বেশিরভাগটাই পরিবারতান্ত্রিক দলে পরিণত হয়েছে। এই তালিকায় তৃণমূলকে যোগ করে তিনি বলেন, আমাদের দলেই নেতা রয়েছে, নীতি রয়েছে, নিয়ত , কর্মসূচি রয়েছে, কর্মী রয়েছে, একসঙ্গে কাজ করা যায়। সব রিজিওনাল পার্টি পরিবারের পার্টি। পিসি এবং ভাইপোর পার্টি হয়ে গেছে। আমাদের লড়াই কাদের বিরুদ্ধে। সেটাও দেখতে হবে। তৃণমূলকে তোপ দেগে তিনি আরো বলেন, তৃণমূলকে দেখে নাও। নেতা আছে নীতি নেই। নেতা থাকলে নিয়ত (ইচ্ছা) নেই। খাও, খাও, খাও। কমিশন মিশন। এটাই মিশন। সদিচ্ছা নেই। কর্মীর নাম সিন্ডিকেট।


spot_img

Related articles

বিজেপি ছাড়তে চেয়েছিলেন অজিত! মমতার দাবিতে শিলমোহর অজিত-শারদ ভিডিওতে

মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মৃত্য়ুর পরে বিমান দুর্ঘটনা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছিলেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার ভাবনা আলিয়ার!

ইন্সটা হ্যান্ডেল থেকে আগেই সরিয়ে ফেলেছেন মেয়ের ছবি, এবার সমাজমাধ্যম থেকে নিজেকে দূরে সরানোর ভাবনা চিন্তা করছেন আলিয়া...

ধর্ম খুঁজে হামলা বিজেপি রাজ্যে: স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ দাবি কাশ্মীরের ছাত্র সংগঠনের

সাম্প্রদায়িক বিভাজন যে বিজেপির দেশ চালানোর একটি বড় এজেন্ডা, তা বারবার তুলে ধরেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলার...

আনন্দপুরের গোডাউনে আগুন লাগার ঘটনায় বারুইপুর এসপির নেতৃত্বে SIT গঠন

সাধারণতন্ত্র দিবসের আগের রাতে আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Nazirabad Godown fire) লাগার ঘটনায় এবার ৫ সদস্যের সিট...