সত্যিই তিনি অভিভাবক। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সাংবাদিক দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত, এই খবর শুনেই তাঁর চিকিৎসার যাবতীয় দায়িত্বভার নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বাংলা বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক স্বর্ণেন্দু দাস ক্যান্সারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, ওঁর সমস্ত চিকিৎসার ভার সরকারের। তাঁকে এসএসকেএমে ভর্তি করানোর কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন উন্নতমানের চিকিৎসা হবে। যা খরচ লাগবে, রাজ্য দেবে।
