Thursday, August 21, 2025

Delhi High Court:  বিবাহবিচ্ছিন্না দিদি বা বোনের আর্থিক প্রয়োজনে ভাই বা দাদার পাশে দাঁড়ানো উচিত,  পর্যবেক্ষণ হাইকোর্টের

Date:

বিবাহবিচ্ছিন্না কোনও দিদি বা বোনের আর্থিক প্রয়োজনের সময় ভাই বা দাদা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারেন না। দিদি বা বোনের যদি আর্থিক সহায়তার প্রয়োজন হয়, তাহলে দাদা বা ভাইয়ের তাঁর পাশে দাঁড়ানো উচিত।বুধবার একটি মামলায় এমনই পর্যবেক্ষণ করল দিল্লি হাইকোর্ট।

এদিন দিল্লি হাইকোর্টে (Delhi high court) একটি বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে এক মামলাকারী প্রশ্ন তোলেন, কী ভাবে তাঁর বিবাহবিচ্ছিন্না ননদ প্রাক্তন স্বামীর উপর আর্থিক ভাবে নির্ভর করতে পারেন? এই মামলাকে ভিত্তিহীন আখ্যা দেয় আদালত।বিচারপতির পর্যবেক্ষণ, ভারতের বহু উৎসব, পরব রয়েছে, যেগুলি ভাই-বোন তথা পরিবারের মধ্যে স্নেহ, যত্ন, কর্তব্য এবং দায়িত্বের মতো অনুভূতিগুলোকে শক্তিশালী করে। তাই সত্যিকারের বোনের দুঃসময়ে ভাই পাশে থাকবেন, সেটাই স্বাভাবিক।

আরও পড়ুন- বিরিয়ানি বাক্সে সোনা যায় বিজয়নের কাছে! কেরলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বিচারপতি শরণাকান্ত শর্মা ( Justice sharanakanta sharma) বলেন,  এই মামলার কোনও ভিত্তি নেই। ভারতের মতো দেশে ভাই-বোনের সম্পর্কের বন্ধন সব সময় অর্থনৈতিক বিষয়ের ওপর নির্ভর করে না। কিন্তু ভাই বা বোনের আর্থিক প্রয়োজন হলে কিংবা, অন্য কোনও দুঃসময়ে তাঁরা পরস্পরের পাশে থাকবেন এটাই স্বাভাবিক। শুধু তাই-ই নয়, আদালত আরও জানায় যে কোনও সম্পর্ক কখনও কোনও গাণিতিক সূত্র মেনে চলতে পারে না। পরিস্থিতি অনুযায়ী তা বদলায়। আর সেদিকে বিবেচনা করেই আদালত এমন সিদ্ধান্ত নিয়েছে।

সব শেষে দিল্লি হাই কোর্ট জানায়, কারও বিবাহবিচ্ছিন্না বোন বা দিদি তাঁর প্রাক্তন স্বামীর কাছে আইনত ভরণপোষণ দাবি করতেই পারেন। তেমনই কোনও বিশেষ পরিস্থিতিতে সেই দিদি বা বোনের আর্থিক সহায়তার প্রয়োজন হলে ভাই বা দাদারও পাশে দাঁড়ানো উচিত।


 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version