Wednesday, August 27, 2025

বিহারের (Bihar) নীতিশ কুমার (Nitish Kumar) এবং বিজেপির (BJP) জোট সরকারের জমানায় চূড়ান্ত অমানবিকতার আর দুর্নীতির ছবি প্রকাশ্যে। মৃত ছেলের দেহ ফেরত পেতে সমস্তিপুর সদর হাসপাতালে (Samastipur Hospital) বৃদ্ধ-দরিদ্র দম্পতির কাছে চাওয়া হল ৫০ হাজার টাকা ঘুষ। শেষবারের মতো ছেলের মুখটা দেখতে এখন রাস্তায় ভিক্ষা করছেন বৃদ্ধ দম্পতি।

বেশ কয়েক দিন ধরেই নিখোঁজ ছিল ছেলে। বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করেছেন বাবা-মা। শেষে সমস্তিপুর সদর হাসপাতাল থেকে একটি ফোনে আসে। তাঁরা জানতে পারেন সন্তান আর বেঁচে নেই। তারপরেই আরও বিপর্যয়। ছেলের দেহ ফিরে পেতে দিতে হবে ৫০ হাজার টাকা ঘুষ! প্রস্তাব আসে হাসপাতালের কর্মীদের পক্ষ থেকে।

দিশেহারা সন্তানহারা বাবা-মা। নুন আনতে পান্তা ফুরনো সংসারে ৫০ হাজার কোথায় পাবেন? বাধ্য হয়ে ভিক্ষার রাস্তা বেছে নেন বৃদ্ধ দম্পতি। সমস্তিপুরের পথে পথে মানুষের কাছে হাত পাততে দেখা যায় তাঁদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও।

বিহারের জোট সরকারের অব্যবস্থা আর সাধারণ মানুষের দুর্ভোগের ছবি দেখে শিউরে উঠছে সারা দেশ। যেখানে বাংলায় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীন সবাই বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। এমনকী, মৃত্যুর পর সামর্থ্য না থাকলে দেহ সৎকারের জন্যেও টাকা দিচ্ছে সরকার। সেখানে বিহারের বৃদ্ধ দম্পতির এই করুণ চিত্র সবার চোখে জল এনেছে। জোট সরকার পরিচালিত ওই সরকারি হাসপাতালটির অধিকাংশ কর্মী নামমাত্র বেতনে চুক্তির ভিত্তিতে কাজ করেন। অতিরিক্ত রোজগারের জন্যেই তাঁরা রোগীর আত্মীয়দের কাছ থেকে ঘুষ চান। যদিও ভিডিও ভাইরাল হওয়ার পরে সমস্তিপুর জেলা প্রশাসন দম্পতির হাতে তাঁদের ছেলের দেহ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version