Thursday, May 8, 2025

বিহারের (Bihar) নীতিশ কুমার (Nitish Kumar) এবং বিজেপির (BJP) জোট সরকারের জমানায় চূড়ান্ত অমানবিকতার আর দুর্নীতির ছবি প্রকাশ্যে। মৃত ছেলের দেহ ফেরত পেতে সমস্তিপুর সদর হাসপাতালে (Samastipur Hospital) বৃদ্ধ-দরিদ্র দম্পতির কাছে চাওয়া হল ৫০ হাজার টাকা ঘুষ। শেষবারের মতো ছেলের মুখটা দেখতে এখন রাস্তায় ভিক্ষা করছেন বৃদ্ধ দম্পতি।

বেশ কয়েক দিন ধরেই নিখোঁজ ছিল ছেলে। বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করেছেন বাবা-মা। শেষে সমস্তিপুর সদর হাসপাতাল থেকে একটি ফোনে আসে। তাঁরা জানতে পারেন সন্তান আর বেঁচে নেই। তারপরেই আরও বিপর্যয়। ছেলের দেহ ফিরে পেতে দিতে হবে ৫০ হাজার টাকা ঘুষ! প্রস্তাব আসে হাসপাতালের কর্মীদের পক্ষ থেকে।

দিশেহারা সন্তানহারা বাবা-মা। নুন আনতে পান্তা ফুরনো সংসারে ৫০ হাজার কোথায় পাবেন? বাধ্য হয়ে ভিক্ষার রাস্তা বেছে নেন বৃদ্ধ দম্পতি। সমস্তিপুরের পথে পথে মানুষের কাছে হাত পাততে দেখা যায় তাঁদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও।

বিহারের জোট সরকারের অব্যবস্থা আর সাধারণ মানুষের দুর্ভোগের ছবি দেখে শিউরে উঠছে সারা দেশ। যেখানে বাংলায় রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীন সবাই বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। এমনকী, মৃত্যুর পর সামর্থ্য না থাকলে দেহ সৎকারের জন্যেও টাকা দিচ্ছে সরকার। সেখানে বিহারের বৃদ্ধ দম্পতির এই করুণ চিত্র সবার চোখে জল এনেছে। জোট সরকার পরিচালিত ওই সরকারি হাসপাতালটির অধিকাংশ কর্মী নামমাত্র বেতনে চুক্তির ভিত্তিতে কাজ করেন। অতিরিক্ত রোজগারের জন্যেই তাঁরা রোগীর আত্মীয়দের কাছ থেকে ঘুষ চান। যদিও ভিডিও ভাইরাল হওয়ার পরে সমস্তিপুর জেলা প্রশাসন দম্পতির হাতে তাঁদের ছেলের দেহ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।


Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version