Friday, August 29, 2025

HS Result 2022 : আগামিকাল ফলপ্রকাশ, ঘোষণা হতে পারে আগামি বছরের পরীক্ষার সূচি

Date:

আগামিকাল ১০ জুন, শুক্রবার প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (WB HS Result 2022) । করোনা (Corona) কাটিয়ে এই বছর অফলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam)হয়েছে। হোম সেন্টারেই ২ এপ্রিল থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। গত ২৭ এপ্রিল পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৪৪ দিনের মাথায় এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result)প্রকাশিত হচ্ছে ৷ সকাল ১১ টায় ফল ঘোষণা হবে, বেলা ১২টা থেকে অনলাইনে (Online)ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

এ বছর প্রথম হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। করোনা (Corona)পরিস্থিতির কথা মাথায় রেখে গত বছর পরীক্ষা হয় নি,মূল্যায়ন হয়েছিল অন্যভাবে। কিন্তু এই বছর পরিস্থিতি একটু ভালো হওয়ায় অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। তবে পরীক্ষা নেওয়া হয়েছিল হোম সেন্টারে। রাজ্যের মোট সাড়ে ছয় হাজারের বেশি স্কুলে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। এ বছর কত সিলেবাস এর উপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে তা আগেই জানিয়ে দিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার জেরে একটি নির্দিষ্ট সংখ্যক সিলেবাসের উপরই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে। আগামিকাল মেধা তালিকা ঘোষণা করা হবে। স্বভাবতই ফল প্রকাশ ঘিরেই কৌতুহল তুঙ্গে। মোট ৫৬টি বিষয়ে পরীক্ষা নিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ৷ ১০ জুন দুপুর ১২টা থেকে অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। এসএমএস (SMS) পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপ, সব মাধ্যমেই ওই একই সময় থেকে ফলাফল জানা যাবে ।

উচ্চমাধ্যমিকের ফলাফলের নিরিখে কোন জেলা এগিয়ে থাকে, সেই দিকে নজর থাকবে সবার। পাশাপাশি ফল প্রকাশের পর আগামিদিনে কোন বিষয় নিয়ে পড়াশোনা করার ঝোঁক বেশি সেটাও পরিস্কার হয়ে যাবে। এর আগে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই নিয়মেই আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষাসূচি আগামিকাল ঘোষণা করা হতে পারে বলেই মনে করা হচ্ছে । অনেকেই মনে করছেন মার্চ মাসের মাঝামাঝি সময়ে সামনের বছরের উচ্চ মাধ্যমিক হবে এমন ঘোষণা হতে পারে কাল।


Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version