Saturday, August 23, 2025

বাংলা ভাগ নিয়ে আলটপকা মন্তব্য নয়: রাজ্য নেতাদের কড়া বার্তা নাড্ডার

Date:

বাংলা থেকে উত্তরবঙ্গকে(North Bengal) আলাদা করার দাবিতে সুর চড়িয়েছেন রাজ্য বিজেপির(BJP) বেশ কয়েকজন নেতা। এই দাবির পিছনে তাঁদের যুক্তি উত্তরবঙ্গে সঠিক উন্নয়ন হচ্ছে না। তবে বিজেপি নেতাদের এহেন দাবিতে বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠেছে। এই পরিস্থিতিতেই এবার বাংলা সফরে এসে রাজ্য নেতাদের কড়া বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)।

নিউটাউনের হোটেলে রাজ্যনেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে নাড্ডা জানিয়ে দিলেন, রাজ্য ভাগ হোক এটা কোনওভাবেই চায় না বিজেপি। শুধু তাই নয়, রাজ্যভাগের দাবিতে প্রকাশ্যে নেতারা যেন কোনওরকম মন্তব্য না করেন একথাও স্পষ্টভাবে জানিয়ে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পাশাপাশি রাজ্য নেতৃত্বকে একই বার্তা দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষও। এর পাশাপাশি রাজ্য বিজেপির বেহাল অবস্থা সামাল দিতে বঙ্গ বিজেপিকে বেশকিছু টাস্কও দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

এদিন রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে নাড্ডা জানিয়ে দিয়েছেন, বিধায়কদের রোজ সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সকলের সঙ্গে দেখা করতে হবে। কারও সমস্যা থাকলে তা শুনে সমাধানের চেষ্টা করতে হবে বিধায়কদের। শুধু তাই নয়, নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে মাসের ৫ দিন এলাকা পরিদর্শন করতে হবে বিধায়কদের। ছোট ছোট ভাগে এলাকা ভাগ করতে হবে। শুধু ব্যক্তিগত সমস্যা নয় এলাকার সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন, জেলা শাসক-পুলিশ সুপার সহযোহিতা না করলে বার অ্যাসোসিয়েশানের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version