Monday, May 5, 2025

বাংলা ভাগ নিয়ে আলটপকা মন্তব্য নয়: রাজ্য নেতাদের কড়া বার্তা নাড্ডার

Date:

বাংলা থেকে উত্তরবঙ্গকে(North Bengal) আলাদা করার দাবিতে সুর চড়িয়েছেন রাজ্য বিজেপির(BJP) বেশ কয়েকজন নেতা। এই দাবির পিছনে তাঁদের যুক্তি উত্তরবঙ্গে সঠিক উন্নয়ন হচ্ছে না। তবে বিজেপি নেতাদের এহেন দাবিতে বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠেছে। এই পরিস্থিতিতেই এবার বাংলা সফরে এসে রাজ্য নেতাদের কড়া বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)।

নিউটাউনের হোটেলে রাজ্যনেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে নাড্ডা জানিয়ে দিলেন, রাজ্য ভাগ হোক এটা কোনওভাবেই চায় না বিজেপি। শুধু তাই নয়, রাজ্যভাগের দাবিতে প্রকাশ্যে নেতারা যেন কোনওরকম মন্তব্য না করেন একথাও স্পষ্টভাবে জানিয়ে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পাশাপাশি রাজ্য নেতৃত্বকে একই বার্তা দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষও। এর পাশাপাশি রাজ্য বিজেপির বেহাল অবস্থা সামাল দিতে বঙ্গ বিজেপিকে বেশকিছু টাস্কও দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

এদিন রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে নাড্ডা জানিয়ে দিয়েছেন, বিধায়কদের রোজ সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সকলের সঙ্গে দেখা করতে হবে। কারও সমস্যা থাকলে তা শুনে সমাধানের চেষ্টা করতে হবে বিধায়কদের। শুধু তাই নয়, নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে মাসের ৫ দিন এলাকা পরিদর্শন করতে হবে বিধায়কদের। ছোট ছোট ভাগে এলাকা ভাগ করতে হবে। শুধু ব্যক্তিগত সমস্যা নয় এলাকার সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন, জেলা শাসক-পুলিশ সুপার সহযোহিতা না করলে বার অ্যাসোসিয়েশানের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


Related articles

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...
Exit mobile version