মর্মান্তিক দুর্ঘটনা মুম্বইয়ে। শহরের বান্দ্রা ওয়েস্ট এলাকায় হুড়মুডড়িয়ে ভেঙে পড়ল একটি তিনতলা বাড়ি। রাত বারোটার পরে হঠাৎ বাড়িটি ভেঙে পড়ে। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন বাসিন্দারা।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, ওই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন প্রায় ১৭ জন। প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- দাদার কীর্তি! মাকে খুন করে পার্টি, সুগন্ধি ছড়িয়ে বোনের সামনে বন্দুক হাতে দাদা
গভীর রাতে দুর্ঘটনায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম (Brihanmumbai Municipal Corporation)।

ভেঙে পড়া বাড়িটিতে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ও জখমরা সকলেই বিহারের বাসিন্দা। কর্মসূত্রে তাঁরা মুম্বইতে এসেছিলেন। ঘটনাস্থলে দমকল ও পুলিশ আধিকারিকরা রয়েছেন।
