ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, মৃত ৩

shoot out at gorakkhpur

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। বৃহস্পতিবার মেরিল্যান্ডের এক কারখানায় এক বন্দুকবাজের চালানো গুলিতে প্রাণ হারালেন ৩ জন। আততায়ীদের পরিচয় এখনও জানা যায়নি। যদিও পুলিশের সঙ্গে গুলির সংঘর্ষে ওই আততায়ীকে হেফাজতে নেয় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার হচ্ছে।

আরও পড়ুন:আজ থেকে শুরু বিধানসভার বাদল অধিবেশন, কী কী বিল আনা হবে দেখে নিন


ওয়াশিংটন কাউন্টির শেরিফের মুখপাত্র জানিয়েছেন, ঠিক কী কারণে এই হামলা তার কারণ এখনও জানা যায়নি। পুলিশের গুলিতে আহত হয়েছে বন্দুকবাজ। তার ছোঁড়া গুলিতে আহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।





বারবার বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। স্কুলে ঢুকে শিশুদের উপর নির্বিচারে গুলি চালানো থেকে রাস্তায় নিরস্ত্র জনতার দিকে তাক করে হামলা, বাদ পড়েনি কিছুই। পরপর এই ধরনের হামলার ফলে অস্বস্তিতে বাইডেন প্রশাসন। দেশজুড়ে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কড়া আইন আনার জোরাল দাবি উঠছে।