Sunday, May 4, 2025

মমতার পথে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের একজোট করতে মরিয়া কংগ্রেস

Date:

Share post:

আগামী ১৮ জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। আর এই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই প্রার্থী নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে শাসক শিবির। বাদ নেই বিরোধী কংগ্রেস। এতদিন শীতঘুমে থাকলেও নির্বাচনের দিন ঘোষণার পর গা ঝাড়া দিয়ে উঠল তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দেখানো পথে রাষ্ট্রপতি নির্বাচনকে(Precident Election) মাথায় রেখে সব বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে যোগাযোগ শুরু করে দিল কংগ্রেস(Congress)।

রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় রেখে বিরোধীদের একজোট করার দায়িত্ব সোনিয়া গান্ধী তুলে দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের কাঁধে। সেইমতো বৃহস্পতিবার রাতে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন তিনি। পাশাপাশি তৃণমূল, ডিএমকে, শিবসেনা নেতৃত্বদের সঙ্গে কথা বলবেন তিনি। শীঘ্রই এ বিষয়ে আলোচনার জন্য একটি বৈঠকের দিন ঠিক করা হবে বলে জানান খাড়গে। পাশাপাশি তিনি এটাও জানান, রাষ্ট্রপতি নির্বাচনে সব সমমনোভাবাপন্ন দলকে একত্রিত করে একজন প্রার্থীর নাম ঠিক করার দায়িত্ব সোনিয়া গান্ধী তাঁকে দিয়েছেন।

উল্লেখ্য, ২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একত্রিত হওয়ার সবচেয়ে বড় সুযোগ এই রাষ্ট্রপতি নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন বিরোধীরা একত্রিত হলে রাষ্ট্রপতি নির্বাচনে বেগ পাবে বিজেপি। তখন অবশ্য কংগ্রেস বিসয়টিকে গুরুত্ব না দিলেও এখন নড়েচড়ে বসল তারা। এদিকে রাজনৈতিক মহলের দাবি, বেশ কয়েকটি রাজ্য-সহ কেন্দ্রে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তাদের বেগ দেওয়ার মতো জায়গায় রয়েছে বিরোধীরা। পরিসংখ্যান বলছে, বিজেপি বিরোধী দলগুলি জোট বাঁধলে হারাতে পারে গেরুয়া প্রার্থীকে। তবে বিরোধীদের একজোট হওয়াটাই এখনও প্রশ্নের মুখে।


spot_img
spot_img

Related articles

নাগরিকত্বের আবেদন করেও পাননি, ষাটোর্ধ্ব হুগলির ফতেমা পাকিস্তানি চিহ্নিত!

৪৫ বছরের সংসার চন্দননগরে। আচমকা বাড়িতে পুলিশি হানা। জানা গেল গৃহবধূ পাকিস্তানের নাগরিক। প্রতিবেশিরা জানিয়েছেন গৃহবধূ যে পাকিস্তানের...

বেহালার বহুতলে আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার ঘটনা পিছু ছাড়ছে না শহর কলকাতার। রবিবার দুপুরে আগুন লাগে বেহালার (Behala) একটি বহুতলে। চারতলার ফ্ল্যাটে...

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...