দিনে ১২ ঘণ্টা কাজ, সপ্তাহে  ৩ দিন ছুটি, চালু হচ্ছে নতুন শ্রম আইন

দৈনিক ১২ ঘণ্টা কাজ। সপ্তাহে তিনদিন ছুটি। এই নতুন শ্রম আইন চালু হতে চলেছে দেশে। সংসদে পাশ হয়েছিল আগেই।  আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে এই নয়া শ্রম আইন চালু করতে পারে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জাানানো হয়েছে।   এই নয়া শ্রম আইন কার্যকর হলে কর্মচারীদের বেতন, সামাজিক সুরক্ষা প্রকল্প (ইপিএফ, পেনশন ও গ্র্যাচুইটি), স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত বিধি, কাজের সময় সব কিছুই বদলে যাবে।২০২০ সালে সংসদের অধিবেশনে  শ্রম বিল পাশ হয়েছিল। ২৯টি শ্রম আইনকে নিয়ে আসা হয় চারটি শ্রমবিধিতে। ওই চার শ্রমবিধি কার্যকর হলে কর্মচারীদের দৈনিক কাজের সময় বেড়ে ১২ ঘণ্টা পর্যন্ত হতে পারে। সপ্তাহে তিনদিন ছুটি থাকবে। এমনকী  কর্মীদের সাপ্তাহিক ওভারটাইমের সর্বোচ্চ সীমা ৫০ ঘণ্টা থেকে বেড়ে হতে পারে ১২৫ ঘণ্টা।

Previous articleমমতার পথে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের একজোট করতে মরিয়া কংগ্রেস
Next articleদিলীপের কীর্তিতে হাসির রোল, ফলপ্রকাশের এক ঘণ্টা আগেই ‘সফল ছাত্রছাত্রীদের’ অভিনন্দন !