দিলীপের কীর্তিতে হাসির রোল, ফলপ্রকাশের এক ঘণ্টা আগেই ‘সফল ছাত্রছাত্রীদের’ অভিনন্দন !

এই টুইট করা হয়েছে শুক্রবার সকাল ১০টা ১৯ মিনিটে। বাংলার সঙ্গে ইংরেজিতেও উচ্চমাধ্যমিকের সফল পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

বিজেপি সাংসদ দিলীপ ঘোষ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগেই অভিনন্দন জানালেন ‘সফল ছাত্রছাত্রীদের’। ফল প্রকাশের সময় ছিল সকাল এগারোটা কিন্তু তার ঘণ্টা খানেক আগেই টুইট করে সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বসলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর এই কীর্তি দেখে রীতিমতো হাসির রোল উঠেছে রাজনৈতিক মহলে।

কী লিখেছেন দিলীপ ঘোষ ? টুইটারে তিনি লিখেছেন, উচ্চমাধ্যমিকের সফল ছাত্র-ছাত্রীদের আমার অভিনন্দন। জীবনে অনেক বড় হও, এগিয়ে চলো, দেশের মানুষের পাশে দাঁড়াও এই কামনা করি। এই টুইট করা হয়েছে শুক্রবার সকাল ১০টা ১৯ মিনিটে। বাংলার সঙ্গে ইংরেজিতেও উচ্চমাধ্যমিকের সফল পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

দুর্জনেরা অবশ্য সমালোচনা করতে ছাড়ছেন না। তাদের কেউ কেউ বলছেন, রামের জন্মের অনেক আগেই নাকি রামায়ণ লিখেছিলেন বাল্মীকি।কাকতালীয়ভাবে দিলীপবাবুর দলের সঙ্গেও রামের ‘সম্পর্ক’ গভীর।তাই এমন কাণ্ড দিলীপ ঘোষকেই মানায় !


Previous articleদিনে ১২ ঘণ্টা কাজ, সপ্তাহে  ৩ দিন ছুটি, চালু হচ্ছে নতুন শ্রম আইন
Next articlePatna Murder : দেহ অর্ধদগ্ধ, পায়ের নূপুর দেখে মেয়েকে চিনলেন বাবা