Monday, January 19, 2026

তৃণমূল পরিষদীয় দলের বৈঠক: বিধানসভায় দলের বিধায়কদের ১০০ শতাংশ উপস্থিতিতে জোর

Date:

Share post:

বিধানসভার অধিবেশন চলাকালীন দলের সব বিধায়কদের একশো শতাংশ হাজিরা দিতেই হবে, এই মর্মে তৃণমূল কংগ্রেস(TMC) বিধায়কদের নির্দেশ দিল দল। শুক্রবার বিধানসভার(Assembly) নশৌর আলি কক্ষে পরিষদীয় দলের বৈঠক হয়। সেখানেই বিধায়কদের হাজিরা নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের মনোভাব বুঝিয়ে দেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chaterjee), ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রীমা ভট্টাচার্যরা।

বৈঠকে শীর্ষ নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয়, অনেক বিধায়কই বিধানসভায় অধিবেশনের শুরুতে কিছুক্ষণ থেকে চলে যান। এখন থেকে এটা আর করা যাবে না। অধিবেশনের শুরু থেক শেষ প্রর্যন্ত পুরো সময়ই থাকতে হবে। কেউ কেউ প্রস্তাব দেন, দিনে তিনবার করে বিধায়কদের স্বাক্ষরের পক্ষে। কিন্তু এখনই সে পথে হাঁটতে নারাজ দল। শুক্রবারের বৈঠকের পর বিধানসভায় বিধায়কদের হাজিরার হার ও মনোভাব বুঝেই ধাপে ধাপে পরবর্তী সিদ্ধান্ত ভাবা হবে।

এদিনের বৈঠকে বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে, আরও বেশি করে সরকারের উন্নয়নের কথা বিধানসভায় তুলে ধরতে। একই সঙ্গে নিজের নিজের এলাকার উন্নয়নের জন্যও বিধানসভায় বলতে হবে। বিশেষ করে নতুন বিধায়কদের বলা হয়েছে, আরও বেশি করে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে। বিধানসভা লাইব্রেরীকে ব্যবহার করে নতুন বিধায়করা অনেক কিছু শিখতে পারে বলেও পরিষদীয় দলের তরফে জানিয়েছেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

চলতি বিধানসভার অধিবেশনে প্রায় ছ’টি বিল আনা হবে। বিএ কমিটির বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি পরিষদীয় মন্ত্রী বলেন, অনেকসময় দেখা যায় যেদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় আসবেন সেদিন অনেক বিধায়করা একঝলক এসেই বেরিয়ে যান। এটা করা চলবে না। কোনও অবস্থাতেই যাতে বিধানসভার মর্যদা ও গরিমা ক্ষতি না হয় সেবিষয়ে সকল বিষয়ে নজর রাখতে বলেছে তৃণমূল পরিষদীয় দল।

আরও পড়ুন-সংখ্যালঘুরা হৃদয় দিয়ে আগলে রেখেছে বাংলা, তাই প্ররোচনায় পা নয়! নুপূর কাণ্ডে বার্তা তৃণমূলের

 

spot_img

Related articles

অবশেষে মোদিকে মনে পড়ল ট্রাম্পের: বরফ গলার ইঙ্গিত!

সাম্প্রতিক সময়ে অনেকবার নরেন্দ্র মোদি ভাল বন্ধু, এমন কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বন্ধুত্বে যে চিড় ধরেছে সে...

শরীরচর্চা আর সম্প্রীতির মেলবন্ধন, রবিবাসরীয় কলকাতায় ‘রান ফর লাইফ’

কুয়াশাঘেরা রবিবার সকালে এক অন্যরকম উদ্দীপনার সাক্ষী থাকল সল্টলেকের রাজপথ। স্বাস্থ্য সচেতনতা, মানসিক দৃঢ়তা এবং সামাজিক সম্প্রীতির বার্তা...

কৃষ্ণনগরে বিজেপির ‘অবৈধ’ পার্টি অফিস! বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

বিজেপির ক্ষমতা রাজ্যের কোথাও একটু বাড়লে তারা বাংলার মানুষের উপর কী ধরনের অত্যাচার করে, তা ইতিমধ্যে বিভিন্ন ঘটনায়...

সিঙ্গুরে শিল্পের দিশা নেই মোদির ভাষণে! ‘জুমলা’ কটাক্ষে সরব তৃণমূল

সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাইভোল্টেজ সভাকে কার্যত ‘দিশাহীন’ এবং ‘জুমলা’ বলে দাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বিজেপি...