Saturday, December 20, 2025

উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার, ৪৯৮ পেয়ে প্রথম অদিশা দেবশর্মা

Date:

Share post:

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। শুক্রবার  সকালে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করেন। চলতি বছর পাশের হারের ৮৮.৪৪ শতাংশ।মেধাতালিকায় মোট ২৭২ জন রয়েছেন।  তাঁদের মধ্যে ১৪৪ জন ছেলে ও ১২৮ জন মেয়ে।



আরও পড়ুন:ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, মৃত ৩


একনজরে দেখে নিন প্রথম ৬ জনের প্রাপ্ত নম্বর:

    • প্রথম হয়েছেন- অদিশা দেবশর্মা, দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুল, কোচবিহার। ৯৯.৬ শতাংশ,তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮।
    • দ্বিতীয় হয়েছেন- সায়নদীপ সামন্ত, পশ্চিম মেদিনীপুরের। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭
    • তৃতীয় হয়েছেন চার জন-৮৯৬ পেয়েছেন তাঁরা। কলকাতা, হুগলি, কোচবিহার, পশ্চিম মেদিনীপুরের ছাত্র তারা।১. রোহিন সেনপাঠভবন (কলকাতা)২. সোহম দাস

      হুগলি কলেজিয়েট স্কুল

      ৩. অভীক দাস

      কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন (পূর্ব বর্ধমান)

      ৪. পরিচয় পারি

      জলচক নটেশ্বরী নেতাজি ভবন বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)

    • চতুর্থ হয়েছেন আট জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫ । তারা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহার, হুগলির পড়ুয়া তারা।১. সৌম্যদীপ মণ্ডলজলচক নটেশ্বরী নেতাজি ভবন বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)২. কিংশুক রায়

      জলচক নটেশ্বরী নেতাজি ভবন বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)

      ৩. প্রীতম মিদ্যা

      জলচক নটেশ্বরী নেতাজি ভবন বিদ্যায়তন (পশ্চিম মেদিনীপুর)

      ৪. অর্পিতা মণ্ডল

      পাথরমোড়া হাই স্কুল (বাঁকুড়া)

      ৫. অনুষ্কা ভট্টাচার্য

      দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুল (কোচবিহার)

      ৬. তিতলি বন্দ্যোপাধ্যায়

      আরামবাগ গার্লস হাই স্কুল (হুগলি)

      ৭. আনন্দরূপ মুখোপাধ্যায়

      রামপুর নবগ্রাম হাই স্কুল (হুগলি)

      ৮. নীতীশ কুমার হালদার

      হুগলি ব্রাঞ্চ স্কুল

       

    • পঞ্চম হয়েছেন ১১ জন, ৪৯৪ পেয়ে। হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, কোচবিহারের পড়ুয়া তারা।১. চন্দ্র মণ্ডলহরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশন (হুগলি)

      ২. দেবাঙ্ক সাহা

      রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন (উত্তর ২৪ পরগনা)

      ৩. সায়ন্তিকা ভুইয়াঁ

      সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির (দক্ষিণ ২৪ পরগনা)

      ৪. সানা দাস

      সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির (দক্ষিণ ২৪ পরগনা)

      ৫. কোয়েল চক্রবর্তী

      ওন্দা হাই স্কুল (বাঁকুড়া)

      ৬. দিৎসা সূত্রধর

      দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুল (কোচবিহার)

      ৭. সোমনাথ পাল

      বাঁকুড়া গোয়েন্‌কা বিদ্যায়তন

      ৮. প্রভাত দত্ত

      সোনামুখী বি জে হাই স্কুল

      ৯. খন্দকার মুসাব নওয়াজ

      দক্ষিণদিহি হাই স্কুল (হুগলি)

      ১০. অদিতি সাহানা

      দিনহাটা সোনি দেবী জৈন হাই স্কুল (কোচবিহার)

      ১১. মিষ্টু পাত্র

      পাথরপ্রতিমা হাই স্কুল (দক্ষিণ ২৪ পরগনা)

    • ষষ্ঠ হয়েছেন ৩২ জন, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩ ।
    • সপ্তম ৩৭ জন। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ইত্যাদি জেলার পড়ুয়া তারা।
    • অষ্টম ৫৫ জন। কলকাতা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, মালদহ, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর জেলার পড়ুয়া তারা।
    • নবম ৫৪ জন, ৪৯০ পেয়েছে। বাঁকুড়া, বীরভূম, দুই ২৪ পরগণা, কোচবিহার, দুই মেদিনীপুর, কলকাতা, দুই দিনাজপুর ইত্যাদি জেলার পড়ুয়া তারা।
    • দশম ৬৯ জন, ৪৮৯ পেয়েছে। নদিয়া, বাঁকুড়া, হুগলি, বীরভূম, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, কলকাতা, পুরুলিয়া ইত্যাদি জেলার পড়ুয়া তারা।



প্রসঙ্গত, এবারের মোট পরীক্ষার্থী ৭ লক্ষ ৪৪ লক্ষ ৬৫৫ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন। ৯৬.৮ শতাংশ পরীক্ষায় বসেছেন। মোট পাশ করেছে ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন পাশ করেছেন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ৯০.১৯ শতাংশ ছেলে, ৮৬.৯৮ মেয়েদের পাশের হার এ বছর। ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৭৮.১৬ শতাংশ।



 

২০২৩ সালের একাদশ বার্ষিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে ১৪ মার্চ, শেষ হবে ২৭ মার্ট। বিস্তারিত সূচি সংসদের ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী বছরে পূর্ণাঙ্গ সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। ২০২৩ সালে অন্য স্কুলে গিয়েই পরীক্ষা হবে। এবারে ছাত্রীদের সংখ্যা ৬৫ হাজার ৪৮৬ জন বেশি। ছাত্রদের সংখ্যার চেয়ে অনেকটাই বেশি। ২০ জুন থেকে ৫ জুলাই মধ্যরাত পর্যন্ত অনলাইনে স্ক্রুটিনির আবেদন করা যাবে।


spot_img

Related articles

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...

ঘন কুয়াশায় তাহেরপুরে নামল না প্রধানমন্ত্রীর কপ্টার, সড়কপথে গন্তব্যে নাকি ভার্চুয়াল সভা?

নির্ধারিত সময়ের মধ্যে নদিয়ার তাহেরপুরে সভাস্থলে উপস্থিত হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলকাতা বিমানবন্দরে (NSCBI...

আগ্রহ নেই মোদির বক্তব্যে, তাহেরপুরে ভোটাধিকার-উত্তর খুঁজতে মরিয়া বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনার জন্য নদিয়ার তাহেরপুরে ভিড় জমাতে মরিয়া বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাও মাঠ ভরানো থেকে...

শনির সকালে শীতের হালকা শিরশিরানি, কুয়াশার দাপট জেলায় জেলায় 

বড়দিনের আগে নিজের চরিত্র বদল করেছে শীত। যাকে ঠান্ডা পড়ার আশা জাগিয়েও বছরের শেষ মাসের মাঝামাঝির সময় উর্ধ্বমুখী...