Sunday, August 24, 2025

লাদাখ সীমান্তে মোতায়েন ২৫ চিনা যুদ্ধবিমান, বাড়ছে লালফৌজের হামলার আশঙ্কা

Date:

ফের লাদাখ(Ladakh) সীমান্তে বাড়তে চলেছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এবার পুরোদমে লাদাখ সীমান্তে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে লালফৌজ। সম্প্রতি নয়াদিল্লিতে(New Delhi) এসে এমনটাই জানিয়েছেন মার্কিন সেনার প্যাসিফিক কমান্ডের প্রধান জেনারেল চার্লস এ ফ্লিন। এরপরই জানা গেল, লাদাখ সীমান্তে ২৫ টি অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে চিন(China)। আর এই পরিস্থিতি যে বেশ উদবেগজনক তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, পূর্ব লাদাখে সীমান্তের ওপারে চিনের হোটান বায়ুসেনা ঘাঁটিতে তৎপরতা নজরে এসেছে দেশের গোয়েন্দাদের। সেখানে ২৫টি অত্যাধুনিক জে-১১ ও জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে লালফৌজ। আগে ওই এয়ারবেসে মিগ-২১-এর মতো বিমান রাখত চিন। কিন্তু এবার আধুনিক ও জটিল যুদ্ধে সক্ষম জে-১১ এর মতো বিমান মোতায়েন চিন্তার বিষয়। প্রসঙ্গত, গালোয়ান সংঘর্ষের পর হোটান বিমানঘাঁটি ‘H-20’ বোমারু বিমান উড়িয়েছিল চিন। ভারতের রাফাল বিমানের সঙ্গে টক্কর দিতেই এই অত্যাধুনিক বিমান তৈরি করছে চিন। যা আপাতত ট্রায়ালের একেবারে শেষ পর্যায়ে।

উল্লেখ্য, কারাকোরাম পাসের উত্তর-পূর্বে প্রায় ২৫০ কিলোমিটার দূরে রয়েছে চিনের হোটান বায়ুসেনা ঘাঁটি। লাদাখের প্যাংগং হ্রদের ৪ নম্বর ফিঙ্গার এলাকা থেকে ওই বিমানঘাঁটির দূরত্ব মাত্র ৩৮০ কিলোমিটার। ফলে রাডারে কার্যত অদৃশ্য চিনের এই ‘H-20’ বোমারু বিমানের মহড়ায় স্বাভাবিকভাবেই উদবেগ ছড়ায় ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে। এই পরিস্থিতিতে ওই বিমান ঘাটিতে আরও ২৫ টি অত্যাধুনিক বিমানের মোতায়েন স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে ভারতের।


Related articles

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...

রবির দুপুরে ব্যাহত এয়ারটেল পরিষেবা, বিপাকে গ্রাহকরা

ছুটির দুপুরে সমস্যায় পড়লেন এয়ারটেল (Airtel Telecom) টেলিকম গ্রাহকরা। বেশ কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে ব্যাহত হল পরিষেবা। বন্ধ...

মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন, ভালো করে দেখবেন সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাপস রায়, অর্জুন সিং (Arjun...
Exit mobile version