Salman khan -selim khan: একবার নয়, একাধিকবার সলমনকে হত্যার চেষ্টা হয়েছিল, জানাল মুম্বই পুলিশ

বলিউড অভিনেতা সলমন খান এবং তার বাবা চিত্রনাট্যকার সেলিম খানকে একবার নয়, একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছিল। শনিবার এই তথ্য জানালো মুম্বই পুলিশ। জানা গিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লোকেরা দিনের-পর-দিন বিভিন্ন জায়গায় সলমন এবং সেলিম খানকে টার্গেট করেছিলেন। কিন্তু প্রতিবারই তারা কেন ব্যর্থ হলেন তা নিয়ে কিঞ্চিৎ সন্দেহ রয়েছে পুলিশের মনে। গতকাল অর্থাৎ শুক্রবারই কে বা কারা খুনের হুমকি দিয়েছিল তাদের খোঁজ পাওয়া গিয়েছিল। অন্যতম অভিযুক্ত মহাকালকে জেরা করে দলটির নাম জানতে পেরেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে এই   হুমকি চিঠি পাঠানোর পিছনে হাত ছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। লরেন্স বিষ্ণোই গ্যাং-এর এক সদস্য সিদ্বেশ হিরামন কাম্বলে ওরফে মহাকাল নামে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।  সিদ্বেশ হিরামনকে  জিজ্ঞাসাবাদ করেই নিত্যনতুন চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে পুলিশ।  তার কাছ থেকেই এ সংক্রান্ত বহু তথ্য জানতে পেরেছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, সলমনকে হুমকি চিঠি দেওয়ার জন্য বিষ্ণোই গ্যাং-এর ৩ জন এসেছিল।  কানাডার বাসিন্দা বিক্রম বারাডের  নির্দেশেই সলমনকে হুমকি চিঠি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে মহাকাল।  মুম্বইতে এসে সৌরভ মহাকালের সঙ্গে তারা যোগাযোগ করেছিল। পুলিশ  এখনো পর্যন্ত নিশ্চিত যে এই হুমকি চিঠি দেওয়ার ঘটনা বিক্রম বারাডেরই মস্তিস্ক প্রসূত।

 

Previous articleR Praggnanandhaa: নরওয়ে চেস গ্রুপ এ ওপেন টুর্নামেন্ট চ‍্যাম্পিয়ন হলেন আর প্রজ্ঞানন্ধা
Next articleকষ্টের সংসারে, দুঃখকে পাথেয় করে এবছর উচ্চমাধ্যমিকে পঞ্চম বাঁকুড়ার সোমনাথ