Sunday, August 24, 2025

কিছু দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন মিতালি রাজ( Mithali Raj)। ২২ গজের ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সঙ্গে মিতালি রাজের সম্পর্ক ছিন্ন হচ্ছে না। বরং সুযোগ পেলে অদূর ভবিষ্যতে বিসিসিআইয়ে (BCCI) প্রশাসক হিসেবে যুক্ত হতে চান। সাফ জানিয়ে দিলেন মিতালি। এমন ভাবনার পিছনে মহিলা ক্রিকেটের দুই প্রাক্তন তারকা অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক এবং ইংল্যান্ডের ক্লারা কোনরের ক্রিকেট প্রশাসকের ভূমিকায় সাফল্যই মিতালিকে প্রেরণা দিচ্ছে। এছাড়া বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) তো উদাহরণ হিসেবে হাতের সামনে রয়েইছেন।

এক সাক্ষাৎকারে মিতালি (Indian Cricketer Mithali Raj) বলেন, ‘‘যদি সুযোগ পাই, তাহলে অবশ্যই ক্রিকেট প্রশাসকের ভূমিকায় নিজেকে দেখতে চাইব। ক্রিকেটার হিসেবে আমার বিপুল অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই মেয়েদের ক্রিকেটের উন্নতির জন্য।’’ তাঁর বাড়তি সংযোজন, ‘‘বেলিন্ডা ক্লার্ক ক্রিকেট অস্ট্রেলিয়ার (Australia) হয়ে যোগ্যতার সঙ্গে কাজ করছেন। একই ভাবে ইবিসি-র হয়ে ক্লারা কোনরও দারুণ কাজ করছেন মেয়েদের ক্রিকেটের উন্নতিতে। যদি সুযোগ পাই, তাহলে আমিও পারব।’’

তবে ক্রিকেট প্রশাসনে আসার জন্য তিনি যে তাড়াহুড়ো করতে চান না, তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন মিতালি। তাঁর বক্তব্য, ‘‘সবে অবসর নিয়েছি। ভবিষ্যৎ নিয়ে এখনও পরিকল্পনা করে উঠতে পারিনি। আরও কয়েকটা দিন যাক। এই সময়টা পরিবারের সঙ্গে ছুটির মেজাজে কাটাতে চাই। তবে ক্রিকেটের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করতে পারব না।’’

আরও পড়ুন:India Team: রবিবার কটকে দ্বিতীয় টি-২০, সিরিজ সমতায় ফেরাতে মরিয়া পন্থ বাহিনী

 

 

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version