Thursday, August 28, 2025

সোমবার ইডি-তে রাহুলের হাজিরার সময় দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের, এবার কী বলবেন অধীর?

Date:

সোমবার, ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi)। আর সেদিনই এই তলবের প্রতিবাদ করে দেশজুড়ে বিভিন্ন জায়গায় ২৫টি ইডি (ED) দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নিয়েছে কংগ্রেস। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই রাহুলকে তলব বলে অভিযোগ কংগ্রেসের। একই অভিযোগে তৃণমূলের বিক্ষোভের সমালোচনা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীনরঞ্জন চৌধুরী। এবার, এই প্রতিবাদ নিয়ে কী বলবেন?

ন্যাশনাল হেরাল্ড মামলায় ২ জুন প্রথমবার রাহুলকে ডেকে পাঠায় ইডি। কিন্তু বিদেশে থাকায় সেসময় ইডির কাছে ফের সময় চেয়ে নেন তিনি। তারপর ১৩ তারিখ রাহুলকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কংগ্রেস সূত্রে খবর, সোমবার রাহুল যখন ইডি দফতরে হাজিরা দেবেন সেসময় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁর সঙ্গে ইডি অফিস পর্যন্ত যাবেন। রাহুল যতক্ষণ অফিসের ভিতরে থাকবেন, ততক্ষণ তাঁরা বাইরে অপেক্ষা করবেন। দলের সব সাংসদকেও দিল্লিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে কংগ্রেস (Congress) নেতৃত্ব। এই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ইডির (ED) মোট ২৫টি দফতরের সামনে বিক্ষোভ দেখাবেন কংগ্রেসের নেতাকর্মীরা। এবার এই কর্মসূচি নিয়ে কী বলবেন অধীর চৌধুরী! এর আগে রাজ্যের শাসকদলের নেতাদের হাজিরার সময় কলকাতায় সিবিআই অফিসের সামনে তৃণমূলের কর্মীদের বিক্ষোভের সমালোচনা করেছিলেন তিনি। এবার তাঁর দলই ইডি-র বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। এখন কেন উল্টো সুর! রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সোনিয়া ও রাহুল গান্ধীকে জেরায় হাজিরা দিতে নোটিশ দেওয়া হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে তৃণমূল, তা কী এবার তারা সমর্থন করবেন? শুধু সোমবারই নয়, ২৩ জুন সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) হাজিরা সময়ও দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিচ্ছে কংগ্রেস।

আরও পড়ুন- প্রতিবাদীদের মুখ বন্ধ করতে যোগীরাজ্যে বুলডোজার, লকআপে লাঠির ঘা

Related articles

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...
Exit mobile version