ভূস্বর্গে বড়সড় সাফল্য! নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ ৩ জঙ্গি

ফের জঙ্গি দমনে বড়সড় সাফল্য! শনিবার রাত থেকে প্রায় ১২ ঘণ্টা ধরে পুলওয়ামার ড্রাবগাম এলাকায় জঙ্গিদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই চলে। কাশ্মীর পুলিশ জানিয়েছে, নিহতরা সকলেই লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল।


আরও পড়ুন:India Team: রবিবার কটকে দ্বিতীয় টি-২০, সিরিজ সমতায় ফেরাতে মরিয়া পন্থ বাহিনী


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার বলেছেন, ‘‘নিহত তিন লস্কর জঙ্গি স্থানীয় এলাকারই বাসিন্দা। নিহত জঙ্গিদের মধ্যে জুনেদ শেরগোজরি গত ১৩ মে রিয়াজ আহমেদ নামে এক পুলিশকর্মীকে হত্যায় জড়িত ছিল।’’ পুলিশ সূত্রে খবর, নিহত জঙ্গিদের কাছ থেকে দু’টি একে-৪৭ রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।


জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় লুকিয়ে ছিল জঙ্গিরা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। এরপর চলে গুলির লড়াই। তাতে ৩ জঙ্গিকে নিকেশ করা হয়। নিহতদের নাম জুনেদ শেরগোজরি, ফাজিল নাজির ভাট ও ইরফান অহ মালিক।

Previous articleনূপুরের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের
Next articleMithali Raj: অবসরের পর নিজের পরবর্তী ইচ্ছের কথা জানালেন মিতালি