Wednesday, November 12, 2025

অভিষেক ত্রিপুরায় পা রাখার আগেই রবিবাসরীয় প্রচারে ঝড় তুললো তৃণমূল

Date:

Share post:

আগামী ২৩ জুন ত্রিপুরার চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে উপনির্বাচন। তেইশের বিধানসভা ভোটের আগে যা শাসক-বিরোধী দলগুলির কাছে কার্যত অ্যাসিড টেস্ট। উপনির্নাচনে চতুর্মুখী লড়াইয়ে কোমর বেঁধে মাঠে পড়েছে বাম-ডান সবপক্ষ। পুরভোটে নজিরবিহীন উত্থানের পর এবার বিধানসভা উপনির্বাচনে বাড়তি অক্সিজেন নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে ঝড় তুলেছে ঘাসফুল শিবির। ভোটের দিন যত এগিয়ে আসছে, প্রচারের ঝাঁজ আরও বাড়াচ্ছে তৃণমূল। সুবল ভৌমিক, রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেবদের নেতৃত্বে যেমন নিয়ম করে প্রতিদিন সকাল-সকাল বাড়ি বাড়ি গিয়ে “ডোর টু ডোর” ক্যাম্পেইন করছেন তৃণমূল প্রার্থীর, ঠিক একইভাবে পথসভা চলছে রাস্তার মোড়ে মোড়ে। এরই মধ্যে উপনির্বাচনের প্রচারের ঝড় তুলতে আগামী মঙ্গলবার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, একদিনের প্রচারে অভিষেক একটি রোড শো করার পাশাপাশি জনসভাতেও প্রধান বক্তা হিসেবে হাজির থাকবেন।

আজ, রবিবার সকাল থেকে প্রচারে আরও ঝড় তোলে তৃণমূল। এদিন সকাল সকাল দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ৬, আগরতলা বিধানসভা উপনির্বাচনের প্রার্থী পান্না দেব মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন ও আশীর্বাদ চান। কয়েকমাস আগেই প্রবল গেরুয়া সন্ত্রাসের মধ্যে আগরতলা পুরভোটে ২০ শতাংশেরও বেশি ভোট পেয়েছিল তৃণমূল। ফলে ঘাসফুল শিবিরের প্রার্থীকে নিয়ে একটি বাড়তি উন্মাদনা রয়েছে আগরতলা জুড়ে। প্রদেশ তৃণমূল মহিলা কংগ্রেস সভাপতি পান্না দেব ত্রিপরা রাজনীতিতে লড়াকু নেত্রী বলেই পরিচিত। এদিন মূলত, বাড়ি বাড়ি প্রচারে পান্না দেব মূলত রাজ্যের বেহাল স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গটি মানুষের সামনে তুলে ধরেন। দীর্ঘ বাম জমান ও গত চার বছরে বিজেপির শাসনকালে রাজ্যের বেকারত্ব ইস্যুটিকে সামনে রেখে ভোট চান আগরতলার তৃণমূল প্রার্থী।

পাশের টাউন বড়দোয়ালি কেন্দ্রের তৃণমূল প্রার্থী সংহিতা বন্দ্যোপাধ্যায়ও ছুটির দিনে সকাল সকাল কর্মী-সমর্থকদের নিয়ে চৌধুরী রাম, ঠাকুর আশ্রম এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেছেন। এছাড়াও পথচলতি সাধারণ মানুষ ও দোকান-বাজার এলাকার ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন সংহিতাদেবী। এরপর ত্রিপুরার বিশিষ্ট ও বিখ্যাত ব্যক্তিত্ব রাঙ্গা দারোগা মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে
তাঁর আশীর্বাদ প্রার্থনা করেন।

অন্যদিকে, রবিবাসীয় সকালে সুরমা ও যুবরাজনগরে তৃণমূল প্রার্থীরাও বাড়ি বাড়ি প্রচারে জোর দেন।
সুরমায় তৃণমূলের তরুণ প্রার্থী অর্জুন নমশূদ্র এলাকায় খুব জনপ্রিয় মুখ। প্রতিনিয়ত মানুষের সঙ্গে জনসংযোগ থাকে তাঁর। এলাকাবাসীর তাঁকে ঘরের ছেলের মতোই আশীর্বাদ করছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।

এদিকে যুবরাজনগরের তৃণমূলপ্রার্থী মৃণালকান্তি দেবনাথ এলাকাবাসীর কাছে ডাক্তারবাবু হিসেবে পরিচিত। রবিবার সকালে তিনিও ডোর টু ডোর প্রচার করেন। ভোট প্রচারের পাশাপাশি এদিন দ্বহানবাসা ভৈরব বাড়ি মন্দিরে গিয়ে ত্রিপুরাবাসীকে সেবা করার সংকল্প নেন এবং ও মানুষের কল্যানে ব্রতী হন।

এদিন সন্ধাতেও প্রদেশ তৃণমূল সভাপতি সুবল ভৌমিক-সহ রাজ্য শীর্ষ নেতৃত্ব দলীয় প্রার্থীদের সমর্থনে একাধিক পথসভা করেন। সবমিলিয়ে জমজমাট প্রচারে ত্রিপুরার উপনির্বাচন কার্যত জমিয়ে দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন- ফোরাম ফর দুর্গোৎসবের অনন্য উদ্যোগ, নেতাজি ইন্ডোরে মেগা রক্তদান উৎসব

 

spot_img

Related articles

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...

ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

ফের বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও ভারতেই রয়েছেন তিনি। নিজের দেশ, বাংলাদেশে...

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...