Sunday, May 4, 2025

রাত পোহালেই ত্রিপুরায় ঐতিহাসিক রোড-শো অভিষেকের, উন্মাদনা তুঙ্গে

Date:

তেইশে ত্রিপুরায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। তার মাত্র কয়েক মাস আগেই রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচন ঘিরে রাজনীতির পারদ চড়চড় করে বাড়ছে। বিধানসভা ভোটের আগে এই উপনির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। কয়েক মাস আগে হয়ে যাওয়া পুরভোটের ফল বলছে, ত্রিপুরার নতুন রাজনৈতিক বিকল্প শক্তি হিসেবে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস। বাম-কংগ্রেস যেখানে কার্যত নিষ্ক্রিয়, সেখানে জোড়াফুল মানুষের মনে দাগ কেটেছে। পুরভোটে ভয়ঙ্কর সন্ত্রাস, ছাপ্পা, ভোট লুঠ, অবাধ অশান্তির পরও গড়ে ২০ শতাংশের উপরে ভোট পেয়েছে তৃণমূল। অর্থাৎ, গেরুয়া চোখ রাঙানি উপেক্ষা করে মানুষ যদি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে ত্রিপুরার অনেক অঙ্ক ওলট-পালট হয়ে যেতে পারে।

আর কয়েক ঘন্টার অপেক্ষা। এরই মাঝে ত্রিপুরা উপনির্বাচনের প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার ঐতিহাসিক রোড-শো এবং জনসভা রয়েছে অভিষেকের। ৬-আগরতলা ও ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেবেন তিনি।

বরদোয়ালি কেন্দ্রে দলীয় প্রার্থী সংহিতা বন্দ্যোপাধ্যায় ও পান্না দেবের সমর্থনে মেলার মাঠ সংলগ্ন গান্ধি ঘাট থেকে আগরতলা জিবি বাজার পর্যন্ত অভিষেক একটি বর্ণাঢ্য মিছিল করবেন। মিছিল শেষে আগরতলা বিধানসভা কেন্দ্রে একটি সভা করবেন তিনি। বাকি দুই কেন্দ্র সুরমা ও যুবরাজ নগরেও কয়েওকদিনের মধ্যে প্রচার করার কথা আছে তাঁর।

বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচনকে অ্যাসিড টেস্ট হিসাবে দেখছে ঘাসফুল শিবির। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেব ইস্তফা দেওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন মানিক সাহা। তিনি এবার উপনির্বাচনে বড়দোয়ালি কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। আবার বিজেপি থেকে সুদীপ রায় বর্মন ইস্তফা দেওয়ায় অকাল ভোট হচ্ছে আগরতলা কেন্দ্রে। এই দুই কেন্দ্রেই মঙ্গলবার রোড-শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকের আগমন নিয়ে গোটা ত্রিপুরাবাসীর মধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে।

অন্যদিকে, অভিষেক আসার আগেই ত্রিপুরা জুড়ে তাণ্ডব শুরু করেছে গেরুয়া শিবিরের হার্মাদরা। তৃণমূলের প্রচারে ব্যবহৃত সমস্ত ফ্ল্যাগ, ফেস্টুন, পোস্টার ছিড়ে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল নেতৃত্ব। কার্যত ভয় পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পৌঁছনোর আগেই টাউন বরদোয়ালি কেন্দ্রের বিভিন্ন এলাকায় তৃণমুল কংগ্রেস প্রার্থী সংহিতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছেঁড়া হয়েছে। কিন্তু নির্বিকার জাতীয় নির্বাচন কমিশন। যদিও গেরুয়া সন্ত্রাসের আবহে ত্রিপুরার মানুষ অভিষেকের আসার অপেক্ষায় প্রহর গুনছে।

আরও পড়ুন- বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার বিরোধিতায় এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

Related articles

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...
Exit mobile version