Saturday, August 23, 2025

India Team: আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের প্রধান কোচ হচ্ছেন লক্ষ্মণ

Date:

আসন্ন আয়ারল্যান্ড (Ireland) সফরে ভারতীয় দলের (India Team) প্রধান কোচ হচ্ছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ তো চলছেই, এরপরে আসছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের সফরও। একই সঙ্গে চলবে ইংল‍্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম‍্যাচ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ। ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে দলবল নিয়ে ইংল‍্যান্ড উড়ে যাবেন রাহুল দ্রাবিড়। সেই জন‍্য আয়ারল্যান্ডের বিরুদ্ধে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে লক্ষণের হাতে।

১ জুলাই থেকে শুরু হচ্ছে করোনার কারণে বাতিল ভারতের ইংল্যান্ড পঞ্চম টেস্ট। জানা যাচ্ছে, তার আগে ২৪ থেকে ২৭ জুন লেস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলার কথা ভারতীয় টেস্ট স্কোয়াডের। তবে ঠিক সেই সময়েই আবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজও রয়েছে। সেই কারণেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে এক টি-২০ স্পেশালিস্ট দল পাঠাবে ভারতীয় বোর্ড। লক্ষ্মণের সঙ্গে সীতাংশু কোটাক, সাইরাজ বাহুতুলে ও মুনিশ বালি কোচিং স্টাফের অংশ থাকবেন বলেই শোনা যাচ্ছে।

এই নিয়ে বিসিসিআইয়ের এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেছেন, “সিনিয়র কোচিং স্টাফ ইংল্যান্ডের জন্য রওনা দেওয়ার পর, বালি, বাহুতুলে এবং কোটাক, রাজকোট ও বেঙ্গালুরু সিরিজের বাকি ম্যাচগুলোর দায়িত্ব নেবেন। ওরা ইতিমধ্যে সিনিয়র দলের সঙ্গে রয়েছেন এবং সিনিয়র কোচিং স্টাফরা রওনা দিলে ওরা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকবে।”

আয়ারল্যান্ড সিরিজের জন্য এখনও ভারতীয় দল ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর খুব শীঘ্রই প্রকাশ করবে বিসিসিআই।

আরও পড়ুন:Indian Football: হংকং-এর বিরুদ্ধে নামার আগেই এএফসি এশিয়ান কাপে যোগ‍্যতা অর্জন করল ভারত

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version