Thursday, May 15, 2025

ত্রিপুরায় গেলেই এজেন্সির উপদ্রপ: ইডি-সিবিআই নিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের

Date:

সোমনাথ বিশ্বাস, আগরতলা

তিনি ত্রিপুরায় গেলেই কেন্দ্রীয় এজেন্সির উপদ্রপ শুরু হয়। মঙ্গলবার, আগরতলার জনসভা থেকে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর ত্রিপুরায় যাওয়ার দিনই স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) জেরা করতে তাঁর বাড়ি ‘শান্তিনিকেতন’-এ গিয়েছে সিবিআই (CBI) দল। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই পদক্ষেপ বলে তোপ দাগেন অভিষেক। তাঁর অভিযোগ, সিবিআই, ইডির (ED) মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে কাজে লাগিয়ে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি ।

ত্রিপুরার উপনির্বাচনের আগে আগরতলা সফরে যান অভিষেক। আর এইদিনই তাঁর স্ত্রী রুজিরাকে জেরা করতে সিবিআই পৌঁছায় অভিষেকের বাড়িতে। সেই প্রসঙ্গ উল্লেখ করে আগরতলার নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রকে নিশানা করে তোপ দাগেন অভিষেক। তিনি ত্রিপুরায় আসতে গেলেই কেন্দ্রীয় এজেন্সির উপদ্রব কেন শুরু হয়- প্রশ্ন তোলেন অভিষেক। তবে, ইডি-সিবিআই দিয়ে ভয় দেখালেও তিনি মাথা নোয়াবেন না- সাফ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিজেপি। তিনি প্রশ্ন তোলেন, বিজেপি এত বড় একটা দল। তাহলে কেন তারা মমতা- তৃণমূলকে ভয় পাচ্ছে! অভিষেকের কথায়, “বিজেপির সঙ্গে ইডি-সিবিআই আছে। মমতার সঙ্গে মানুষ আছে।“


Related articles

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পাকিস্তান ভেঙে দু’টুকরো! স্বাধীন বালুচিস্তান ঘোষণা বিদ্রোহী নেতার, কী বার্তা বন্ধু ভারতকে

অপারেশন সিন্দুরে ভারতের হাতে মার খাওয়ায় পর গৃহযুদ্ধে বেসামাল পাকিস্তান। বালুচ-বিদ্রোহী নেতারা এবার সরাসরি স্বাধীন বালুচিস্তান (Balochistan) ঘোষণা...
Exit mobile version