Saturday, November 15, 2025

অগ্নিপথ: সেনা নিয়োগের নয়া পদ্ধতিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিলেন রাজনাথ

Date:

অগ্নিপথ প্রকল্পের(Agneepath project) আওতায় ভারতের তিনি সেনাবাহিনীতে(Indian army) বড়সড় নিয়োগের কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার(central government)। মঙ্গলবার সেনা নিয়োগের এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানরাও। এদিন অগ্নিপথ প্রকল্পের নিয়োগের বিষয়টিকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আখ্যা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীর তিন বিভাগে চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করবে সরকার। যেখানে নিয়োগ করা হবে ৪৫ হাজার তরুণকে। যাদের বয়স হতে হবে ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে। চার বছর সম্পন্ন হওয়ার পর সমস্ত বিভাগে ১০০% সেনার চাকরি চলে যাবে। তবে ৩০ দিনের মধ্যে তাদের মধ্য থেকে পূর্ণাঙ্গ সময়ের জন্য ২৫% সেনাকে পুনরায় নিযুক্ত করবে সরকার। যাদের চাকরি থাকবে না তাদের এককালীন ১১ থেকে ১২ লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে। নতুন করে যাদের নিয়োগ হবে চাকরিতে যোগ দেওয়ার নয়া তারিখ ধরে তাঁদের নিয়োগ করা হবে। সেই তারিখের ভিত্তিতেই বেতন এবং পেনশন পাবেন সেনারা। এই পদ্ধতিতে নিয়োগ চালু হলে সেনাদের প্রথম চার বছরের পেনশনের ভার বহন করতে হবে না কেন্দ্রকে। তার ফলে ৫.২ কোটি টাকা বাঁচবে সরকারের।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে অগ্নিপথ প্রকল্পের নিয়োগ সম্পন্ন হবে প্রশিক্ষণের পর ২০২৩ সালের জুলাই মাসে প্রথম দফায় কাজ শুরু করবেন এই সেনা জওয়ানরা। অন্যদিকে সেনা সূত্রে জানা যাচ্ছে, চার বছর পর যে ৭৫% সেনাকে বসিয়ে দেওয়া হবে তারা সরকারের অন্যান্য কাজে বা বেসরকারি অফিসে চাকরি সুযোগ পেতে খুব একটা অসুবিধা হবে না। কারণ ৪ বছর সেনায় কাজ করার সুবাদে তারা কর্ম ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।


Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version