Sunday, August 24, 2025

India Team: আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের প্রধান কোচ হচ্ছেন লক্ষ্মণ

Date:

আসন্ন আয়ারল্যান্ড (Ireland) সফরে ভারতীয় দলের (India Team) প্রধান কোচ হচ্ছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ তো চলছেই, এরপরে আসছে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের সফরও। একই সঙ্গে চলবে ইংল‍্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম‍্যাচ এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ। ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে দলবল নিয়ে ইংল‍্যান্ড উড়ে যাবেন রাহুল দ্রাবিড়। সেই জন‍্য আয়ারল্যান্ডের বিরুদ্ধে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে লক্ষণের হাতে।

১ জুলাই থেকে শুরু হচ্ছে করোনার কারণে বাতিল ভারতের ইংল্যান্ড পঞ্চম টেস্ট। জানা যাচ্ছে, তার আগে ২৪ থেকে ২৭ জুন লেস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলার কথা ভারতীয় টেস্ট স্কোয়াডের। তবে ঠিক সেই সময়েই আবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজও রয়েছে। সেই কারণেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে এক টি-২০ স্পেশালিস্ট দল পাঠাবে ভারতীয় বোর্ড। লক্ষ্মণের সঙ্গে সীতাংশু কোটাক, সাইরাজ বাহুতুলে ও মুনিশ বালি কোচিং স্টাফের অংশ থাকবেন বলেই শোনা যাচ্ছে।

এই নিয়ে বিসিসিআইয়ের এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেছেন, “সিনিয়র কোচিং স্টাফ ইংল্যান্ডের জন্য রওনা দেওয়ার পর, বালি, বাহুতুলে এবং কোটাক, রাজকোট ও বেঙ্গালুরু সিরিজের বাকি ম্যাচগুলোর দায়িত্ব নেবেন। ওরা ইতিমধ্যে সিনিয়র দলের সঙ্গে রয়েছেন এবং সিনিয়র কোচিং স্টাফরা রওনা দিলে ওরা দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকবে।”

আয়ারল্যান্ড সিরিজের জন্য এখনও ভারতীয় দল ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর খুব শীঘ্রই প্রকাশ করবে বিসিসিআই।

আরও পড়ুন:Indian Football: হংকং-এর বিরুদ্ধে নামার আগেই এএফসি এশিয়ান কাপে যোগ‍্যতা অর্জন করল ভারত

 

 

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version