Saturday, May 3, 2025

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার হাইকোর্টের নজরদারিতে তদন্ত করবে সিবিআই

Date:

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআইয়ের সিট গঠন করে তদন্ত হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, প্রাথমিক নিয়োগের দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত এ বার হাইকোর্টের নজরদারিতে চলবে। এদিন আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এবার হাইকোর্টের  পূর্ণ নজরদারিতে তদন্ত প্রক্রিয়া চালাবে সিবিআই। প্রাথমিক টেট মামলায় ‘উপেন বিশ্বাস এবং বাগদার রঞ্জন’ বিষয়টির তদন্তও আদালতের নজরদারিতে করা হবে।  সিবিআই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করবে।  তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাবে সিট। এই সিটের সদস্য কারা কারা হবেন, তা  আগামী à§§à§­ জুনের মধ্যে আদালতকে জানাতে হবে। সিটে ১২-à§§à§© জন অফিসার নিয়োগ করা যাবে।  তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই অফিসারদের বদলি করা যাবে না।

সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা উপেন বিশ্বাস রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে নিয়ে সোস্যাল মিডিয়ায় একটি লাইভ করেছিলেন। দুর্নীতির মামলার শুনানিতে উপেনের এই ভিডিয়োর প্রসঙ্গ ওঠার পরেই তাঁকে এই মামলার পক্ষ করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  এদিন সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা উপেন বুধবার সিবিআই তদন্তের গতি বাড়াতে কিছু পরামর্শ দেন। তিনি আদালতকে বলেন, সিবিআইয়ের জয়েন্ট অফিসার-সহ অন্য আধিকারিকদের নিয়ে শুধু মাত্র এই মামলার জন্য বিশেষ তদন্তকারী দল  বা সিট গঠন করা হোক। এই সিটের সব সদস্য শুধু এই মামলারই তদন্ত করবেন। তাঁরা অন্য কোনও মামলায় ব্যস্ত হতে পারবেন না। আদালতের নজরদারিতে তদন্ত করা প্রয়োজন। উপেনের এই সুপারিশের পরেই আদালতের নির্দেশ, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার তদন্তের জন্য একটি সিট গঠন করতে হবে সিবিআইকে।

 

Related articles

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...
Exit mobile version