Saturday, August 23, 2025

পাওয়ার রাজি না হলে রাষ্ট্রপতি ভোটে সর্বসম্মতিতে ভাবা হবে অন্য নাম: মমতা

Date:

রাষ্ট্রপতি নির্বাচন(Precidential Election) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) উদ্যোগে বিরোধী বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী জানিয়ে দিলেন, সর্বসম্মতিতে শরদ পাওয়ারের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ভাবা হয়েছে। তবে একইসঙ্গে মমতা এটাও জানিয়ে দিলেন শরদ পাওয়ার(Sharad Pawar) যদি প্রার্থী হতে রাজি না হন সেক্ষেত্রে অন্য কোনও নাম প্রার্থী হিসেবে ভাবা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় সকল বিরোধীদের একছাতার তলায় আনতে অনেকদিন ধরেই উদ্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রণকৌশল ঠিক করতে বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। যেখানে উপস্থিত ছিলেন ১৭ টি রাজনৈতিক সদস্যরা। বৈঠক শেষ হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলার মুখ্যমন্ত্রী জানান, “আজ আমাদের বৈঠকে বড় বড় নেতৃত্বরা হাজির ছিলেন। শরদ পাওয়ার, খাড়গে, দেবেগৌড়ার মতো প্রবীণ নেতারা এসেছিলেন। আমাদের সবাই মিলে কাজ করতে হবে। দু’ একজন ব্যক্তিগত ব্যস্ততার জন্য হয়ত আসেননি। সেটা বড় বিষয় নয়।” এরপরই শরদ পাওয়ারের দিকে মাইক এগিয়ে দেন তৃণমূল নেত্রী। পাওয়ার জানান, সব দল তাঁদের বক্তব্য পেশ করেছে। তবে এখনও কোনও প্রার্থী ঠিক হয়নি। সর্বসম্মতিতেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, “আমরা এমন একজনকে নির্বাচনে প্রার্থী করার কথা ভেবেছি যিনি গণতন্ত্রের এই ধংস আটকাবেন এবং দেশের সংবিধান রক্ষা করবেন।” একইসঙ্গে তিনি জানান, “বরিষ্ঠ নেতা শরদ পাওয়ারের নাম রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঠিক করা হয়েছে। তবে যদি তিনি প্রার্থী হতে না চান সেক্ষেত্রে সর্বসম্মতিতে অন্য কোনও প্রার্থীর নাম ভাবা হবে।” যদিও শেষ পাওয়া খবরে রাষ্ট্রপতি প্রার্থী হতে রাজি নন শরদ পাওয়ার। এই অবস্থায় আগামী কয়েকদিনের মধ্যে সব নেতৃত্বের উপস্থিতিতে আরও একটি বৈঠকে বসতে চলেছে বিরোধী শিবির।


Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version