Monday, August 25, 2025

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার হাইকোর্টের নজরদারিতে তদন্ত করবে সিবিআই

Date:

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআইয়ের সিট গঠন করে তদন্ত হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, প্রাথমিক নিয়োগের দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত এ বার হাইকোর্টের নজরদারিতে চলবে। এদিন আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এবার হাইকোর্টের  পূর্ণ নজরদারিতে তদন্ত প্রক্রিয়া চালাবে সিবিআই। প্রাথমিক টেট মামলায় ‘উপেন বিশ্বাস এবং বাগদার রঞ্জন’ বিষয়টির তদন্তও আদালতের নজরদারিতে করা হবে।  সিবিআই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করবে।  তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাবে সিট। এই সিটের সদস্য কারা কারা হবেন, তা  আগামী ১৭ জুনের মধ্যে আদালতকে জানাতে হবে। সিটে ১২-১৩ জন অফিসার নিয়োগ করা যাবে।  তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই অফিসারদের বদলি করা যাবে না।

সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা উপেন বিশ্বাস রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে নিয়ে সোস্যাল মিডিয়ায় একটি লাইভ করেছিলেন। দুর্নীতির মামলার শুনানিতে উপেনের এই ভিডিয়োর প্রসঙ্গ ওঠার পরেই তাঁকে এই মামলার পক্ষ করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  এদিন সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা উপেন বুধবার সিবিআই তদন্তের গতি বাড়াতে কিছু পরামর্শ দেন। তিনি আদালতকে বলেন, সিবিআইয়ের জয়েন্ট অফিসার-সহ অন্য আধিকারিকদের নিয়ে শুধু মাত্র এই মামলার জন্য বিশেষ তদন্তকারী দল  বা সিট গঠন করা হোক। এই সিটের সব সদস্য শুধু এই মামলারই তদন্ত করবেন। তাঁরা অন্য কোনও মামলায় ব্যস্ত হতে পারবেন না। আদালতের নজরদারিতে তদন্ত করা প্রয়োজন। উপেনের এই সুপারিশের পরেই আদালতের নির্দেশ, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার তদন্তের জন্য একটি সিট গঠন করতে হবে সিবিআইকে।

 

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...
Exit mobile version