Wednesday, November 12, 2025

মহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপালকৃষ্ণকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার প্রস্তাব বামেদের

Date:

Share post:

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে(presidential election) বিরোধীদের তরফে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে জল্পনা বেড়েছে। সম্প্রতি তালিকায় শরদ পাওয়ারের(Sharad Pawar) নাম উঠলেও জানা গিয়েছে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন। এই পরিস্থিতিতে বামেদের(Left party তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপালকৃষ্ণ গান্ধীর(Gopal Krishna Gandhi) নাম প্রস্তাব করা হলো। সূত্রের খবর, মঙ্গলবার শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন বাম নেতৃত্বরা। সেখানেই পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করা হয়। শরদ পাওয়ার এই প্রস্তাবের কোনরকম বিরোধিতা করেননি। ফলে বুধবার মমতার ডাকা বৈঠকে এই নাম প্রস্তাব করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে উপরাষ্ট্রপতি পদের জন্য বিরোধী দলের তরফে প্রার্থী হয়েছিলেন গোপালকৃষ্ণ গান্ধী। যদিও বেঙ্কাইয়া নাইডুর কাছে হেরে যান তিনি। এবার বিরোধীদের তরফে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে তাঁকেই হয়তো বেছে নেওয়া হবে। বিরোধীদের তরফে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে এবং বিরোধী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা জন্য তাঁকে অনুরোধ জানানো হয়েছে। তিনিও বিষয়টি ভেবে দেখার জন্য বুধবার পর্যন্ত সময় চেয়েছেন গোপালকৃষ্ণ গান্ধী। বলে রাখা ভাল ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী।


spot_img

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...