Sunday, August 24, 2025

মহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপালকৃষ্ণকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার প্রস্তাব বামেদের

Date:

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে(presidential election) বিরোধীদের তরফে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে জল্পনা বেড়েছে। সম্প্রতি তালিকায় শরদ পাওয়ারের(Sharad Pawar) নাম উঠলেও জানা গিয়েছে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন। এই পরিস্থিতিতে বামেদের(Left party তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মহাত্মা গান্ধীর প্রপৌত্র গোপালকৃষ্ণ গান্ধীর(Gopal Krishna Gandhi) নাম প্রস্তাব করা হলো। সূত্রের খবর, মঙ্গলবার শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন বাম নেতৃত্বরা। সেখানেই পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করা হয়। শরদ পাওয়ার এই প্রস্তাবের কোনরকম বিরোধিতা করেননি। ফলে বুধবার মমতার ডাকা বৈঠকে এই নাম প্রস্তাব করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে উপরাষ্ট্রপতি পদের জন্য বিরোধী দলের তরফে প্রার্থী হয়েছিলেন গোপালকৃষ্ণ গান্ধী। যদিও বেঙ্কাইয়া নাইডুর কাছে হেরে যান তিনি। এবার বিরোধীদের তরফে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে তাঁকেই হয়তো বেছে নেওয়া হবে। বিরোধীদের তরফে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে এবং বিরোধী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা জন্য তাঁকে অনুরোধ জানানো হয়েছে। তিনিও বিষয়টি ভেবে দেখার জন্য বুধবার পর্যন্ত সময় চেয়েছেন গোপালকৃষ্ণ গান্ধী। বলে রাখা ভাল ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন গোপালকৃষ্ণ গান্ধী।


Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version