Thursday, November 13, 2025

প্রাথমিক টেট দুর্নীতিতে সরাসরি জড়িত CPIM! চাকরি গেল প্রাক্তন বাম কাউন্সিলরের মেয়ের

Date:

বারবার টেট নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকদলের দিকে অভিযোগের আঙুল তোলে সিপিআইএম। এবার সেই তালিকায় খোদ সিপিএমের (CPIM) নেতা তথা কালনা পুরসভার প্রাক্তন কাউন্সিলর বীরেন্দ্রনাথ বসুমল্লিকের (Birendranath Basu Mallik) মেয়ের নাম। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে যে ২৬৯ জন প্রাথমিক স্কুল শিক্ষক বরখাস্ত হয়েছেন, তার মধ্যে রয়েছেন বীরেন্দ্রনাথের মেয়ে বৈশাখী বসুমল্লিক (Boishakhi Basu Mallik)। বাম জমানায় দীর্ঘদিন কালনা পুরসভার সিপিআইএম কাউন্সিলর ছিলেন বৈশাখীর বাবা। বামেদের প্রাথমিক স্কুল শিক্ষক সংগঠন এবিপিটিএ-র (ABPTA) জেলার নেতাও ছিলেন তিনি। বৈশাখীর মা-ও গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী।

তবে, শুধু বাবা নন, বৈশাখীর স্বামী শুভাশিস সরকারও সিপিআইএম নেতা। শুভাশিস সরকার ওরফে বাঘা ২০১৫-তে কালনার পুরসভার ১৬ ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী ছিলেন। তাদের জমানায় না কি দুর্নীতির হয়নি- গলা ফাটিয়ে এরকম দাবি করেন বাম নেতারা। অথচ কালনার বসুমল্লিক পরিবারে না কি এমন কেউ নেই যিনি সরকারি চাকরি পাননি। এবার আদালতের নির্দেশে স্পষ্ট হল কীভাবে চাকরি পেয়েছিলেন বৈশাখী বসুমল্লিক!

পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে চিঠি দিয়ে মোট ১৭ জন প্রাথমিক শিক্ষককে বরখাস্ত করার কথা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সচিব আর সি বাগচি। সেই তালিকায় দ্বিতীয় নাম বীরেন্দ্রনাথের মেয়ের। ২০১৮-তে জানুয়ারিতে কালনার ধাপাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে যোগ দিয়েছিলেন বৈশাখী। তাঁর প্রাপ্ত নম্বর ৩৩.৬৪৯। হাই কোর্টের নির্দেশ মতো পদক্ষেপ করা হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য। এলাকার স্কুল ইন্সপেক্টরদের নির্দেশিকার কথা লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি হাইকোর্টের বিচারাধীন বলে মেয়ের চাকরি যাওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বীরেন্দ্রনাথ।

জেলা তৃণমূল মুখপাত্র দেবু টুডু বলেন, এই ঘটনা প্রমাণ করে সিপিআইএমই প্রাথমিকের দুর্নীতিতে জড়িত। তবে, এই ঘটনার সঙ্গে দূরত্ব রেখেছে জেলা সিপিআইএম।

 

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version