Saturday, November 8, 2025

আজ দিল্লিতে মমতার বৈঠক ঘিরে চড়ছে পারদ, থাকছে বাম, কংগ্রেসও

Date:

রাষ্ট্রপতি নির্বাচনকে মাথায় রেখে বিরোধীদের একজোট করতে দিল্লি সফরে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার দিল্লিতে(Delhi) পা রেখেই এনসিপি প্রধান শরদ পাওয়ারের(Sarad Pawar) সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল নেত্রী। আজ, বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতার মমতার ডাকা বৈঠককে ঘিরে উত্তেজনার পারদ চরমে উঠেছে।


আরও পড়ুন: ১০৪ ঘণ্টার লড়াইয়ের পর কুয়ো থেকে উদ্ধার ১১ বছরের কিশোর


রাষ্ট্রপতি নির্বাচনের(President Election) রণকৌশল সাজাতে আজ মমতার ডাকা বৈঠকে হাজির থাকবেন কংগ্রেসের তিন প্রতিনিধি। ফলে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে গত কয়েক মাসে যে দূরত্ব তৈরি হয়েছিল, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সেই দূরত্ব কমার ইঙ্গিত মিলেছে। এই ইস্যুতে সোনিয়ার সঙ্গে কথাও হয়েছে মমতার। আগামিকালের বৈঠকে বামেদের তরফে সাংসদ পাঠানোর কথা ঘোষণা করা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন সিপিএম সাংসদ এলামারাম করিম এবং বিনয় ভিস্বম। থাকবেন লালু পুত্র তেজস্বী যাদব সহ অন্যান্য নেতৃত্বরা।



তবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা চরম আকার নিয়েছে। এই তালিকায় শরদ পাওয়ারের নাম থাকলেও তিনি প্রার্থী হতে কতখানি সম্মত তা নিয়ে সংশয় রয়েছে। কারণ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এর আগেই শরদ জানিয়েছিলেন, “যখন একটা দলের (বিজেপি) তিনশোরও বেশি সাংসদ রয়েছে, সে ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের ফল কী হবে, তা স্পষ্ট। আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী হব না।” যদিও বিরোধিরা যদি এই নির্বাচনে একজোট হয় সেক্ষেত্রে বিজেপিকে জোর ধাক্কা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আর সেই লক্ষ্যে মঙ্গলবার দিল্লিতে পা রাখেন মমতা।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version